ফরিদপুরে জেলা জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল পৌনে ৩টার দিকে শহরের চকবাজারে (দুধ বাজার) অবস্থিত জামায়াত কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, অভিযানকালে কার্যালয় থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় ফরিদপুরসহ সারা দেশে নাশকতার কর্মকাণ্ড চালানোর জন্য বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়। তবে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।
এর আগে বুধবার (৩১ জুলাই) রাতে শিবিরের এক কর্মীকে আটক করার তথ্য জানায় পুলিশ। তার দেওয়া তথ্যানুসারে জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করে।
পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম দাবি করেন, বুধবার রাতে তানভীর নামে এক শিবির কর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, জামায়াত কার্যালয়ে ফরিদপুরসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তার দেওয়া তথ্যানুসারে বৃহস্পতিবার জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে কার্যালয়ের ভেতর থেকে সাতটি ও সিঁড়ির কোণা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া সারা দেশে নাশকতা কর্মকাণ্ড চালানোর জন্য আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়।
পুলিশ সুপারের দাবি, ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের নাশকতার পরিকল্পনা এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়ে থাকে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরও বিশদভাবে জানতে তদন্ত শুরু করা হয়েছে। এই কর্মকাণ্ড পরিচালনার অর্থ কোথা থেকে আসছে সেটিও খুঁজে বের করা হবে। অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামানসহ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।