X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে ককটেল, পুলিশের দাবি ‘সারা দেশে নাশকতার পরিকল্পনা’

ফরিদপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৯:২৩আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৯:২৩

ফরিদপুরে জেলা জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল পৌনে ৩টার দিকে শহরের চকবাজারে (দুধ বাজার) অবস্থিত জামায়াত কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, অভিযানকালে কার্যালয় থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় ফরিদপুরসহ সারা দেশে নাশকতার কর্মকাণ্ড চালানোর জন্য বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়। তবে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।

এর আগে বুধবার (৩১ জুলাই) রাতে শিবিরের এক কর্মীকে আটক করার তথ্য জানায় পুলিশ। তার দেওয়া তথ্যানুসারে জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম দাবি করেন, বুধবার রাতে তানভীর নামে এক শিবির কর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, জামায়াত কার্যালয়ে ফরিদপুরসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তার দেওয়া তথ্যানুসারে বৃহস্পতিবার জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে কার্যালয়ের ভেতর থেকে সাতটি ও সিঁড়ির কোণা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া সারা দেশে নাশকতা কর্মকাণ্ড চালানোর জন্য আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়।

পুলিশ সুপারের দাবি, ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের নাশকতার পরিকল্পনা এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়ে থাকে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরও বিশদভাবে জানতে তদন্ত শুরু করা হয়েছে। এই কর্মকাণ্ড পরিচালনার অর্থ কোথা থেকে আসছে সেটিও খুঁজে বের করা হবে। অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। 

অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামানসহ পুলিশ ও গো‌য়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল