গাজীপুরে ভুয়া গোয়েন্দা (ডিবি) সদস্য শাকিল হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকাল সাড়ে ৫টায় জয়দেবপুর থানা খাসপাড়া আশকর মেম্বারের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর ডিবি পুলিশের ওসি দেলোয়ার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
শাকিল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাহারিয়াচালা গ্রামের আয়নালের ছেলে। গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় তার বসত ঘর থেকে একটি দেশীয় পিস্তল, ডিবি গাজীপুর লেখা কটি জ্যাকেট ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেফতার শাকিল হোসেন বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান, রিসোর্ট মালিকদের কাছে ডিবি পুলিশ পরিচয়ে টাকা দাবি করে আসছে। বিষয়টি ভুক্তভোগীরা জেলা ডিবিকে জানান। পরে তারা ভুয়া ডিবির ব্যবহৃত ০১৭৯০০৮০৪৯৩, ০১৩২৯৪৯০৮৫৫ ০১৭৫০৯৫৪৭২৬, ০১৮১৪৮৫৮৬৫৭ মোবাইল নম্বর তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে খাসপাড়া আশকর মেম্বারের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে শাকিল হোসেন স্বীকার করে, সে নিজেকে কখনও ডিবি পুলিশের ওসি, এসআই মিথ্যা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে টাকা আদায় করে।