X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ফ‌রিদপুরে বিএনপির দুই প‌ক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২৫

ফ‌রিদপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ১৮:৫৫আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮:৫৫

ফরিদপুরের নগরকান্দায় বিএন‌পির দুই প‌ক্ষের সংঘ‌র্ষে কবির ভূঁইয়া (৫২) নামে একজন নিহত এবং দুই প‌ক্ষের ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কবির ভূঁইয়া (৫০) নগরকান্দার ছাগলদী গ্রামের আবুল বাশার ভূঁইয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনায়েত হোসেন। কবির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে নগরকান্দা বাজারে শহীদুল ইসলাম বাবুলের সমর্থকরা পথসভার আয়োজন করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সমর্থকরা শহীদুলের সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় শহীদুলের সমর্থক কবির নিহত হন। সেইসঙ্গে তার সমর্থকদের অন্তত তিনটি দোকান লুটপাট করা হয়েছে। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সকালে শহীদুলের শতাধিক সমর্থক নগরকান্দার প্রবেশমুখ কুমার নদের সেতুর পাশে মহড়া দিচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শামা ওবায়েদের কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে তাদের ওপর হামলা চালান। এতে উভয় প‌ক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে শহীদুলের সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে নগরকান্দা বাজারে শামা ওবায়েদের সমর্থকদের মিছিল করতে দেখা যায়। সেইসঙ্গে দোকানে ভাঙচুর করা হয়।

শামা ওবায়েদের সমর্থকরা শহীদুলের সমর্থকদের ওপর হামলা চালান

শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। শহীদুল ইসলাম নগরকান্দার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসন গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই নেতার মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় তা প্রকাশ্য রূপ নিলো এবং একজনের প্রাণ গেলো।

এ ব্যাপারে শহীদুল ইসলাম বাবুল বলেন, ‌‘আমি নগরকান্দায় পথসভায় যোগ দি‌তে এ‌সে‌ছিলাম। এ সময় শামা ওবায়েদের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় আমার সমর্থক‌দের ওপর হামলা চালায়। হামলায় আমার এক সমর্থক মারা গেছেন। আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের মোবাইল নম্বরে কল দিয়ে ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নগরকান্দা সার্কেলের সহকা‌রী পু‌লিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ‘কৃষক দলের নেতা শহীদুল সভা করতে চাইলে বাধা দেন শামা ওবায়েদের লোকজন। এ নিয়ে দুই পক্ষ সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন। খবর পে‌য়ে পু‌লিশ দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ‌নে‌ছে। বর্তমা‌নে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি।’

/এএম/
সম্পর্কিত
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল