X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

ধামরাইয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সাভার প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১৭:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭:৫৭

ঢাকার ধামরাই উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীরামপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। 

গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, যাতায়াতের জন্য কারখানার পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা ও কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা।

এর আগে বুধবার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের শ্রমিক বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত চার শ্রমিক নিহত হন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন শ্রমিক। 

এ ঘটনায় সকাল ৯টার দিকে কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।

গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল রাতেই আমরা আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের যে দাবি তারা জানিয়েছেন, সে ব্যাপারে আমাদের পলিসি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিবহনের দাবির বিষয়টি নিয়ে আগামী শনিবার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‌‘এ ঘটনায় কারখানাটিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

 

/এএম/
সম্পর্কিত
বাসচাপায় কলেজশিক্ষার্থীর মৃত্যু, গুরুতর আহত বাবা
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ
আজও শ্রম ভবনে অবরুদ্ধ কারখানা মালিক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা