X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মসজিদের মুসল্লি ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৬

মাদারীপুরের রাজৈরে মসজিদে নামাজ পড়ার মুসল্লি ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মজিবর মুন্সী (৫৫) নামে একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, পাইকপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিটু শেখ ও তার দুই সহকারীকে মাদক সেবনে বাধা দেওয়ায় এ কাণ্ড ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুটি মসজিদে বিভক্ত হয়ে নামাজ পড়াকে কেন্দ্র করে বাবলু শেখ ও চুন্নু মুন্সী দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চুন্নুর ভাতিজা সাইদুল মুন্সী (১৮) ও বাবলু গ্রুপের রয়েজ শেখের (২৫) মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনা মীমাংসার জন্য শুক্রবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষের লোকজন নিয়ে সালিশে বসেন। তখন বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন।

এ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত মজিবর মুন্সীকে (৫৫) ঢাকা মেডিক্যালে ও বেলাল শেখকে (৪৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতের মধ্যে বক্কর মুন্সী (২০), গিয়াস শেখ (৩৫), তানভীর শেখ (১৮), সাইদুল মুন্সী (১৮), বাবুল মুন্সী ও দৌলা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকি আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে বাবলু শেখ বলেন, বৃহস্পতিবার রাতে ভূরি ছাড়াই দেওয়ার হুমকি দিছে চুন্নু। এ নিয়ে মারামারি হইছে। শালিসে উসকানি দিয়া এই গেঞ্জামের সৃষ্টি করছে।

চুন্নু মুন্সীর ছেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশে আমার ফুফু নতুন বিল্ডিং করতেছেন। সেই নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রতিদিন মাদকসেবন করতে যায় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিটু ও তার দুই সহকারী ইসমাইল শেখ ও ইব্রাহিম শেখ। এ জন্য আমার বাবা তাদের বিল্ডিংয়ে উঠতে নিষেধ করলে তারা বেয়াদবি করে। এ ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই জানেন। সেজন্য সালিশ বসানো হয়েছিল। এদিকে মীমাংসা হলেও বাড়িতে তারা হামলা চালিয়ে ভাঙচুর করে।

ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, পান্নু মুন্সী ও রোকন উদ্দিন শেখ সম্পর্কে মামা-ভাগনে। গতকাল (বৃহস্পতিবার) নান্নু মুন্সী ও পান্নু মুন্সী দুই ভাইয়ের মধ্যে পান্নুকে ভালো বলে রোকন উদ্দিন। এ নিয়ে নান্নুর ছেলে সাইদুল ও রোকন উদ্দিনের ছেলে রয়েজের মধ্যে বাগবিতণ্ডা হয়। সেই ঘটনা মীমাংসার জন্য সালিশ বসেছিল। সেই সালিশের মধ্যেই দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষ বাধায়। দুই পক্ষই খারাপ।

ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার এস আই শেখ নুরুল ইসলাম জানান, দুই পক্ষ আলাদা আলাদা কথা বললেও জানা গেছে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগে তারা একসঙ্গে এক মসজিদে নামাজ পড়তো। কিন্তু এখন আলাদা মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়ে। এক মসজিদ এলাকা থেকে আরেক মসজিদে নামাজ পড়তে যাওয়ায় মুসল্লিদের নিষেধ করায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এরপরও কোনও ঝামেলা হলে উভয়পক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো একজনের
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
হবিগঞ্জে গরু খড় খাওয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১৫
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত