X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফরিদপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৩:৩৩আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৩:৩৩

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী থেকে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া ও মহাসড়কগুলোতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দিনব্যাপী ভাঙ্গা এলাকা পরিদর্শন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

এ সময় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। পরে সেখান থেকে পৌরসভা কার্যালয়ে পরিদর্শনে যান তিনি।

স্থানীয় বিভিন্ন ব্যক্তিরা জেলা প্রশাসককে জানান, ঈদে ঘরমুখো মানুষের জন্য অস্থায়ী টয়লেট ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, মহাসড়ক ও সার্ভিস রোডগুলাতে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে করা জরুরি। পাশাপাশি, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এরিয়ায় চুরি-ছিনতাই রোধে পুলিশের নজরদারি বাড়ানো, এজন্য ইন্টারচেঞ্জ এরিয়ায় রোড লাইটগুলো সচল করা, ভাঙ্গা পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করা জরুরি।

পৌরসভায় পরিদর্শন শেষে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, “ফরিদপুর জেলার মধ্যে ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সড়কে শৃঙ্খলা আনতে এবং ঈদে ঘরমুখো মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “পুলিশ বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে কঠোর নিরাপত্তার জন্য জোর দেওয়া হয়েছে। ইন্টারচেঞ্জ এরিয়াসহ সার্ভিস রোডগুলোতে চুরি-ছিনতাইসহ অনাকাঙিক্ষত ঘটনা প্রতিরোধে পুলিশের নজরদারি বাড়ানো হবে।”

এছাড়াও পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় বিষয়টির সমাধান করা হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, “ভাঙ্গা ইন্টারচেঞ্জ হয়ে ঈদের সময়ে অসংখ্য মানুষ যাতায়াত করবেন। তাই সড়কে শৃঙ্খলা আনতে সকলের সহযোগিতায় কাজ করতে হবে। এছাড়াও ঈদে মানুষের ভোগান্তি নিরসনে পৌরসভা সার্বিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা করবে। বিশেষ করে অস্থায়ী টয়লেট স্থাপন ও বর্জ্যব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু নির্দেশনা দিয়েছি।”

তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় সামনে একটি ভালো ব্যবস্থাপনায় কাজ করতে পারবো বলে আশা রাখি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান, থানা পুলিশের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ