গাজীপুরে ঈদ বোনাস বৃদ্ধি ও বিনা কারণে যখন তখন শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১৪ দাবিতে স্মোক সোয়েটার নামের কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালাকদের চরম দুর্ভোগে পড়েন।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-সহকারী কমিশনার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ১৪ দফা দাবি হলো- ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে, নারী শ্রমিকদেরকে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, নাইট বিল ১৯০ টাকা, টিফিন বিল, বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা, ডিনার বিল ১০০ টাকা, ঈদ বোনাস ফুল বেসিক, সার্ভিস বেনিফিটের টাকা, সর্বনিম্ন ১২৫০০ টাকা বেতন দিতে হবে, বিনা কারণে যখন তখন শ্রমিক ছাঁটাই করা যাবে না, ২৫% উৎপাদন (প্রোডাকশন) বোনাস বোনাস দিতে হবে, কাজের সঠিক রেট (মূল্য) নির্ধারণ করে দিতে হবে, মহাব্যবস্থাপক (জিএম) এবং উৎপাদন ব্যবস্থাপককে (পিএম) পদত্যাগ করতে হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, সড়ক অবরোধরে খবর পেয়ে গাজীপুর শিল্প, মেট্রো (জিএমপি) পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টায় যান চলাচল শুরু হয়। এ মুহূর্তে শ্রমিকদেরকে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করছেন।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ফারুক হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ সরকার নির্ধারিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বোনাস এবং সময়মতো বেতন পরিশোধ করেছে। শ্রমিকরা বেতনের সমপরিমাণ বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন। ওই কারখানায় প্রায় ৩০০ শ্রমিক কাজ করে।
স্মোক সোয়েটার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।