X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ফেসবুকে প্রবীর সিকদার : মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ১২:৫৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৩:০১

ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে মিথ্যা মামলা সংক্রান্ত হয়রানি থেকে তাকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন ৫৭(২)ধারার মামলার আসামি ও জামিনে মুক্তিপ্রাপ্ত এই সাংবাদিক।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান!

ফেসবুকে প্রবীর শিকদারের স্ট্যাটাস মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আপনি অবিলম্বে আমাকে বাঁচান। আমি আমার মামলা নিয়ে কোনও ধরণের দয়া ভিক্ষা চাইছি না। ফরিদপুরে দায়ের করা ৫৭ ধারার মামলা ও তার চার্জশিট নিয়ে আমি মোটেই বিচলিত নই। আইন ও বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করলে .আমি নিশ্চিত, ।আইনী লড়াই করেই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলায় আমি টিকে থাকবো, থাকবোই। আমাকে যেন আর কেউ মিথ্যা মামলায় হয়রানি করতে না পারে,কিংবা ভুয়া গোয়েন্দা পরিচয়ে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে আমাকে গায়েব করে ফেলতে না পারে, সেটা আপনি নিশ্চিত করবেন প্লিজ ।
আমার এই শঙ্কার কারণ, ফরিদপুরে আমার পক্ষে আইনী লড়াই করছেন মাত্র একজন আইনজীবী। গত তিন দিন ধরে আমার মামলার চার্জশিটের নকল তুলতে পারছেন না ওই আইনজীবী । এই কষ্টের কথা আমি আপনি ছাড়া আর কাকেই বা বলবো মাননীয় প্রধানমন্ত্রী!

প্রসঙ্গত, সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় করা মামলাটি গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. মাসুদ আলী এই নির্দেশ দেন। ২৫ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন ১৬ মার্চ আদালতে মামলার অভিযোগপত্র জমা দিয়েছেন। প্রাথমিক তদন্তের প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান।

আরও পড়ুন:  সাংবাদিক প্রবীর সিকদার সাংবাদিক প্রবীর সিকদারের মামলা সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর

২০১৫ সালের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। এজাহারে বাদী বলেন, প্রবীর সিকদার তার ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট বেলা ১১টা ১৫ মিনিটে ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। এতে দায়ী হিসেবে তিনজনের নাম উল্লেখ করে এক নম্বরে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম দেন। এরপর ১৬ আগস্ট রাতে প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করে ওই রাতেই ফরিদপুর নিয়ে আসা হয়। পরের দিন আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে
সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির