X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল

বেনাপোল প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ০২:২৫আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ০৮:৩৮

বেনাপোলে যানজট নিরসনে নির্মিত স্থলবন্দর বাস টার্মিনাল উদ্বোধনের তিন বছরেও চালু হয়নি। ২০১৩ সালের ২৩ আগস্ট নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালটি উদ্বোধন করেছিলেন। টার্মিনালের ভূমি অধিগ্রহণে ব্যয় হয়েছিলো প্রায় এক কোটি টাকা।

বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ১৯৭২ সালের পর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে প্রতিদিন ভারত থেকে তিন থেকে সাড়ে ৩০০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। তেমনি দেড়শ থেকে ২০০ ট্রাক বাংলাদেশি পণ্যও রফতানি হচ্ছে ভারতে। এছাড়া ব্যবসা, চিকিৎসা ও বেড়াতে প্রতিদিন এ পথে দেশ, বিদেশি হাজার হাজার যাত্রী আসা-যাওয়া করছেন।

তিনি আরও বলেন, এসব যাত্রী বহনে বন্দর এলাকায় ১৫ থেকে ২০টি বাস কাউন্টারের মাধ্যমে অর্ধশতাধিক দূরপাল্লার বাস যাতায়াত করছে। এ কারণে প্রথম থেকেই ব্যস্ততম বেনাপোল স্থলবন্দর। কিন্তু বেনাপোল বন্দরে অবকাঠামোগত সমস্যা থাকায় যানজট লেগেই থাকে। নতুন বাস টার্মিনালটি চালু হলে এ সমস্যার সমাধান হতে পারে বলেও জানান তিনি।

বেনাপোলের এস বি পরিবহনের ম্যানেজার মুকুল হোসেন জানান, প্রতিদিন পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণকর হিসাবে সরকারের ২০ থেকে ২২ লাখ টাকার রাজস্ব আয় হচ্ছে। কিন্তু যাত্রীদের সেবার মান শুরু থেকেই খুব নাজুক। বেনাপোলে বাস থেকে নামার পর যাত্রীদের বসার এবং বিশ্রাম নেওয়ার মত কোনও কাউন্টার নেই। স্থলবন্দর বাস টার্মিনালের নীচতলায় টিকিট কাউন্টার আর উপর তলায় যাত্রীদের বিশ্রামের জন্য ভবনটি নির্মিত হলেও আজ ৩ বছরেও তা কার্যকর করা হয়নি। বর্তমানে ভবনটি পুলিশ ক্যাম্প হিসাবে ব্যবহার করা হচ্ছে।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দুটি চালু করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু কিছু মানুষের অসহযোগিতার কারণে এই কাজে বিঘ্ন ঘটছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, কিছু সমস্যার কারণে পরিবহন কর্তৃপক্ষ ও যাত্রীদের ভবন দুটি ব্যবহার করতে দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত সেখানে পুলিশ ক্যাম্প ও বন্দরের অফিসিয়াল কাজ চলছে। তবে বাস টার্মিনালে কিছু কিছু বাস রাখা হচ্ছে। এগুলো যাতে সম্পূর্ণরুপে ব্যবহার করা সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক