X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নিখোঁজ ছেলের নিথর দেহ ৭ দিন পর হিমঘরে খুঁজে পেলেন বাবা

মাগুরা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১০:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১০:৫৪

ডা. সুমন সিকদার নিখোঁজ হওয়ার ৭ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজের হিমঘরে পাওয়া গেছে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুমন সিকদারের মৃতদেহ। সোমবার রাতে সুমনের বাবা মাগুরা সদর বেঙ্গা গ্রামের সুকুমার সিকদার ছেলের মৃতদেহ শনাক্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসরাম জানান, ঢাকার শাহবাগ থানা থেকে সোমবার দুপুরে মাগুরা সদর থানায় জানানো হয়, গত ৩ জানুয়ারি থেকে ঢাকা মেডিক্যালের হিমঘরে একটি মৃতদেহ রয়েছে। যার পকেটে রাখা আইডি কার্ডে নাম সুমন সিকদার, বাবা- সুকুমার সিকদার, ঠিকানা- সোনাডাঙ্গা, খুলনা লেখা আছে।

সুকুমার সিকদারের ভাষ্য মতে, খুলনা মেডিক্যালে পড়ার সময় সুমনের ওই কার্ডটি তৈরি করা। তাই ঠিকানা মাগুরার জায়গায় সোনাডাঙ্গা লেখা রয়েছে।

এদিকে এসআই তরিকুল জানান, ঢাকা থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সুমনের বাবাকে নিয়ে তিনি ঢাকায় রওনা হন। রাত পৌনে ৭টায় দিকে তারা শাহবাগ থানায় পৌঁছান। পরে সুকুমার সিকদার মেডিক্যালে গিয়ে নিজের ছেলের মৃতদেহটি পুরোপুরি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি সকাল ১১ টায় আজিজ সুপার মাকের্টের চতুর্থ তলা থেকে পুলিশ সুমনের মৃতদেহটি উদ্ধার করে।

সুমনের বাবা সুকুমার শিকদার জানান, খুলনা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর ৩৩ তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে সুমন মাগুরার শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিতে যোগ দেন। গত ২ জানুয়ারি বিকালে কর্মস্থল (দারিয়াপুর হাসপাতাল) থেকে তিনি মাগুরা শহরের কলেজ পড়ার বাসায় ফিরে কিছুক্ষণের মধ্যে নিজের মোবাইল ফোনটি রেখে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে গত ৭ দিনেও তার কোন খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সুমনের নিখোঁজের ব্যাপারে গত মঙ্গলবার তারা মাগুরা সদর থানায় জিডি করেছিলেন।

আরও পড়ুন- 

ছিনতাইকারীদের সঙ্গে থানার ‘সেটিং আছে’!
সুন্দরগঞ্জের সর্বত্রই আতঙ্ক, এমপির খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু