X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জঙ্গি মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানো হচ্ছে: সংস্কৃতিমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ২০:৩৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২০:৪৪

কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধনের সময় সংস্কৃতিকমন্ত্রী (ছবি-কুষ্টিয়া প্রতিনিধি)

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, ‘জঙ্গি মোকাবিলায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানোর ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে দেশের প্রায় শতাধীক স্কুলে বাদ্যযন্ত্র এবং এ বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’ বুধবার (১৯ জুলাই) দুপুরে ৩০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী পরিষদের রদবদল প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন একটি কেবিনেট তৈরি করেন, সেটি তার পরিকল্পনা অনুযায়ী করেন। তাই তিনি যদি মনে করেন কোথাও কোনও পরিবর্তন দরকার, তিনি নিশ্চয়ই সেটা করবেন।’

এসময় মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দেশের প্রায় সব জেলা এবং উপজেলায় মিলনায়তন নির্মাণের কাজ শুরু হয়েছে। এ বছরই জেলা পর্যায়ে প্রায় সব মিলনায়তনের কাজ শেষ করা হবে।

এসময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল রোডম্যাপ নিয়ে যে মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক। বিএনপির এই বক্তব্যই প্রমাণ করে, বিএনপি ভ্রান্ত রাজনীতি থেকে বের হতে পারেনি। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার তাদের সহযোগীতা করবে, সেই সরকারকে সহায়ক সরকার বলে। তবে ওই সময় কি রকম সরকার থাকবে তা নির্বাচন কমিশনের একতিয়ার নয়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জিততে পারবে না এমন শঙ্কা বিএনপির মধ্যে আছে, তাই তারা নির্বাচনকে বিতর্কিত করা বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য এসব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে।’

এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেবি/

আরও পড়তে পারেন: অষ্টমবারের মতো পাউবো’র ‘চৌহালী নদী তীর রক্ষা’ বাঁধে ধস

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে