কুষ্টিয়ার মিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তিন জেলেকে আটক করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার তালবাড়ীয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তালবাড়ীয়া ইউপির তালবাড়ীয়া গ্রামের শামীম (৩০), একই গ্রামের রুবেল মণ্ডল (২৫) ও নাসির মণ্ডল (১৮)। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ জানান, সরকারি আদেশ অমান্য (১৮৮) ধারা মোতাবেক প্রত্যেককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত তিন হাজার মিটার জাল উপজেলা চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত চার