X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

মানুষ পুড়িয়ে হত্যা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮

মানুষ পুড়িয়ে হত্যা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি গণতন্ত্রের কথা বলে। কিন্তু রাস্তায় গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে আহত করা, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না। এটা তো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড শক্ত হাতে দমন করাই আইনশৃঙ্খলা বাহিনীর কাজ।’ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক উৎসবে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাকশাল নিয়ে যারা কথা বলেন তারা আসলে সেই বিষয়ে কিছু জানেন না, তারা অজ্ঞ। পঁচাত্তর সালে জাতির পিতার হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে। সেই সময় তথাকথিত বিচারের নাম করে ১২শ’ সামরিক বাহিনীর কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এই দেশে স্বৈরাচারী আচরণ ও জনগণের ওপর সব চেয়ে বেশি নিপীড়ন নির্যাতন করেছিলেন জিয়াউর রহমান। পরে ২০০১-০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত সরকার। সুতরাং তাদের মুখে এসব কথাবার্তা শোভা পায় না।’

তিনি আরও বলেন,‘আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে কাউকে মুক্ত করার নজির পৃথিবীতে কোথাও কি আছে? এটা কি আদৌ সম্ভব? এটা সম্ভব নয় জেনেও বিএনপি আদালতের বিরুদ্ধে আবস্থান নিয়ে আন্দোলনের নামে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা করণীয় তাই করবে। এক্ষেত্রে পুলিশ বা সরকারকে দোষারোপ করার কোনও যৌক্তিকতা নেই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম মেহেদী হাসান, জেলা আাওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

আরও পড়ুন: দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি দশ দিন ধরে নিখোঁজ 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরের ঘোষণা সুনীল ছেত্রীর
অবসরের ঘোষণা সুনীল ছেত্রীর
চীন সফরে পুতিন, পরীক্ষার মুখে ‘নো লিমিট’ বন্ধুত্ব
চীন সফরে পুতিন, পরীক্ষার মুখে ‘নো লিমিট’ বন্ধুত্ব
শির সঙ্গে বৈঠক করতে চীন সফরে পুতিন
শির সঙ্গে বৈঠক করতে চীন সফরে পুতিন
মেসি না থাকায় জিততে পারেনি ইন্টার মায়ামি
মেসি না থাকায় জিততে পারেনি ইন্টার মায়ামি
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা