X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নড়াইলে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ১৮:০০আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৮:১১

মতবিনিময় সভায় মাশরাফি (ছবি– প্রতিনিধি)

নড়াইলে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ব্যক্তিগত বা পরিবারের উন্নয়নে নয়, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দেখভালের জন্য নয়, প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।’

নড়াইলকে উন্নত জেলায় রূপান্তর করতে চান জানিয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘জেলার বিভিন্ন সমস্যার সমাধানে আপনারা আমার পাশে থাকবেন। ভালো কাজ করতে গেলে এক শ্রেণির স্বার্থান্বেষী বাঁধা হয়ে দাঁড়ায়। অশুভ সব বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

মাশরাফি বলেন, ‘নড়াইলের উন্নয়নে মাস্টার প্ল্যান করেছি। নড়াইল পৌরসভার উন্নয়নে ইতোমধ্যে পাঁচ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। চিত্রা নদীর প্রবাহ ফিরিয়ে আনতে পলিতে ভরাট হয়ে যাওয়া জায়গায় খননসহ অবৈধ দখলদারমুক্ত করা হবে। এ ছাড়া, জেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের কোনও ছাড় নয়। আমি নড়াইলের মানুষের সেবা করতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের মধ্যেই বড় হয়েছি। নড়াইলের উন্নয়নই আমার স্বপ্ন।’

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার– মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আসাদুজ্জামান মুন্সী টনি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৩ ডেপুটি জেলার বদলি
৩৩ ডেপুটি জেলার বদলি
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি