X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পাটকল শ্রমিকদের ৬ ঘণ্টার অবরোধ বুধবার থেকে

খুলনা প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১৭:০৩আপডেট : ১৯ মে ২০১৯, ১৭:০৩

 

খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বুধবার (২২ মে) থেকে বৃহত্তর পরিমণ্ডলে আন্দোলন শুরু করবে। তারা কর্মবিরতি অব্যহত রাখার পাশাপাশি বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। চলমান ৩ ঘণ্টার অবরোধ মঙ্গলবার পর্যন্ত চলবে।

পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্যপরিষদ যুগ্ম সম্পাদক ও প্লাটিনাম সিবিএ সভাপতি মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এবং পাটকল শ্রমিক লীগ নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্রিসেন্ট ইউনিয়ন অফিসে এ বৈঠকটি হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট সিবিএ সভাপতি মো. মুরাদ হোসেন।

উল্লেখ্য, গত শনিবার বিকালে খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন নতুন রাস্তা মোড়ে শ্রমিকদের অবরোধ চলাকালে উপস্থিত হন এবং শ্রমিকদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন এবং কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। এর ভিত্তিতে পাটকল শ্রমীকলীগ, সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ রবিবার বৈঠক আহবান করে।

এদিকে রবিবার কর্মবিরতির ১৪তম দিন ভোর ৬টায় শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে কর্মসূচি পালন করছে। এরপর বিকাল ৪টায় বিক্ষাভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটর খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নিয়ে ৩ ঘণ্টার অবরোধ পালন করে।

উল্লেখ্য, পাটখাত প্রয়াজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশাধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, সব মিল সটআপের অনুকূল শ্রমিক-কর্মচারীদের শূন্য পদের বিপরীতে নিয়োগ ও স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে শ্রমিকরা ১৩ মার্চ থেকে আন্দোলন চালিয়ে আসছে। গত ৭ এপ্রিল বিজেএমসি থেকে ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া মজুরি ও বেতন প্রদান ও ১৮ মের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর শ্রমিকরা অবরোধ ও কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেয়। ২৫ এপ্রিল এসে এক সপ্তাহ সময় নেন শ্রম প্রতিমন্ত্রী। এরপর ২ মে মজুরি না দেওয়ায় ৫ মে থেকে মিলে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করে। ঢাকায় শ্রমিক নেতাদের বৈঠকের ঘোষণা অনুযায়ী ১৩ মে থেকে সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে এ কর্মসূচি একযোগে শুরু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’