X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাগুরা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১৯:২৪আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:২৮

মাগুরার মা হাসপাতাল মাগুরায় অনুমোদনহীন এক ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে আনজিরা খাতুন (২২) নামে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত আনজিরা খাতুনের স্বামী আকতার হোসেন অভিযোগ করেন, শনিবার (১৭ আগস্ট) দুপুর ৩টায় তার স্ত্রী আনজিরাকে মাগুরা শহরের হাজি আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর চিকিৎসক আবদুস সালাম অজ্ঞান করার চিকিৎসকের সহায়তা ছাড়াই আনজিরার শরীরে অস্ত্রোপচার করেন। পরে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। জন্মের পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওইদিন রাত ৯টার দিকে ফরিদপুরে নিয়ে যাওয়া হলে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনার পর রবিবার (১৮ আগস্ট) সকালে পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়িতে শিশুটিকে দাফন করা হয়। অন্যদিকে সকাল ১০টার দিকে মা হাসপাতালে থাকা গৃহবধূ আনজিরা অসুস্থ হয়ে পড়লে তাকেও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রবিবার বিকালে তার মৃত্যু হয়।

আকতার হোসেন বলেন, ‘অজ্ঞান করার চিকিৎসকের কথা বলে মা হাসপাতাল কর্তৃপক্ষ আমার কাছ থেকে টাকা নিয়েছে। অথচ আবদুস সালাম অজ্ঞান করার চিকিৎসকের কোনও সহায়তা না নিয়েই অস্ত্রোপচার করেন। এ ঘটনার প্রতিবাদ জানালে আব্দুস সালাম স্থানীয় লোকদের ডেকে জোর করে আমাদের হাসপাতাল থেকে বের করে দিয়েছেন।’

তবে চিকিৎসক আবদুস সালাম দাবি করেন, ‘শিশু ও প্রসূতির মৃত্যুর পেছনে আমার কোনও গাফিলতি নেই। প্রসূতির হার্টে সমস্যা ছিল। যে কারণে তার মৃত্যু হতে পারে। আর আনজিরার গর্ভেই শিশুটির অবস্থা খারাপ থাকায় তার মৃত্যু হয়েছে।’

অন্যদিকে মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, ‘কবে থেকে ওই প্রাইভেট হাসপাতালটি চলছে সেটি আমাদের জানা নেই। তবে তারা অনুমোদনের জন্যে সম্প্রতি অনলাইনে আবেদন করেছে। আর অজ্ঞান করার চিকিৎসকের সহায়তা ছাড়া অস্ত্রোপচার ও মৃত্যুর ঘটনা ঘটে থাকলে সে বিষয়ে অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মা নামের ওই প্রাইভেট হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখে গেছে, প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ছাড়াই খুবই স্বল্প পরিসরের একটি ভাড়া বাড়িতে এর চিকিৎসা কার্যক্রম চলছে। সরকারিভাবে এই হাসপাতালের কোনও অনুমোদন নেই। এর মালিক রিপা খাতুন এক সময় শহরের শামিমা ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে নিজেই এই প্রাইভেট হাসপাতালটি খুলে বসেছেন। যেখানে একমাত্র চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবদুস সালাম। হাসপাতাল মালিক রিপা খাতুন এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি। অন্যদিকে একটি দালালচক্র নিহত গৃববধূ আনজিরার স্বামীকে ঘটনার পরপরই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেওয়ার পাশাপাশি মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

/টিটি/
সম্পর্কিত
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
সর্বশেষ খবর
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ