X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পেঁয়াজের দাম বাড়ানোর পেছনে ‘কৃত্রিম সংকট’

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ২৩:০৯আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২৩:১২

সাতক্ষীরায় আড়তে রাখা পেঁয়াজ দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়ে থাকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে। ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দাম প্রতি কেজিতে এক লাফে ৪৭ টাকা বৃদ্ধি পায়। এতে প্রভাব পড়ে জেলার খুচরা বাজারেও। ভোমরা স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করায় দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ভোমরা স্থলবন্দরের একাধিক ব্যবসায়ী জানান, পেঁয়াজের আমদানিকারকদের মধ্যে ওপেন শহিদুল, হাসান, ছাদ্দাম, অশোক, পঙ্কজ, গণেশ ঘোষসহ আরও কয়েকজন ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজ মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করায় দাম বেড়েছে।

জানা গেছে, ভারতের কলকাতা থেকে ভোমরা স্থলবন্দরের দূরুত্ব কম হওয়ায় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির জন্য বেছে নেন এই বন্দরকে। রফতানি বন্ধ ঘোষণার একদিনের ব্যবধানে ৫২ টাকার পেঁয়াজ পাইকারি ব্যবসায়ীরা কিনতে বাধ্য হয় ১০০ টাকায় তারা বিক্রি করেন ১১০ থেকে ১১৫ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হয়েছে। প্রশাসনের মনিটরিংয়ের পর এখন  প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা বড় বাজারের একাধিক পাইকারি ব্যবসায়ী জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার পর ভোমরা স্থলবন্দরের অধিক মুনাফালোভী কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে। পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ার আগের দিন যে পেঁয়াজ ৫২ থেকে ৫৩ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। একদিনের ব্যবধানে সেই পেঁয়াজ প্রতি কেজিতে ৪৭ টাকা বাড়ানো হয়। অনেক ব্যবসায়ী পেঁয়াজ থাকার পরও বিক্রি করতে চাচ্ছিল না। প্রশাসনের বাজার মনিটরিং করার পর ভোমরার ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দিয়েছে।

শহরের ইটাগাছা হাটের পেঁয়াজের খুচরা ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার সঙ্গে-সঙ্গে বড় বাজারের পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেন। বাধ্য হয়ে আমাদেরও বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। বিক্রিও করতে হচ্ছে বেশি দামে, আমাদের করার কিছু নেই।’

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়ে থাকে ভোমরা স্থলবন্দর দিয়ে। ভারত সরকার রফতানি বন্ধ ঘোষণার আগে ভোমরা স্থলবন্দর দিয়ে যে পরিমাণ পেঁয়াজ প্রবেশ করেছে, তাতে জেলার চাহিদা মিটবে। পেঁয়াজের সংকট হওয়ার কথা নয়। ভোমরা স্থলবন্দরের আড়তগুলোতে মজুত থাকা অধিকাংশ পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে। এতে পেঁয়াজের দাম কিছুটা কমবে। জেলার কোনও ব্যবসায়ী পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বৃদ্ধি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জেলায় যেন পেঁয়াজের কোনও সংকট সৃষ্টি না হয়, সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় বাজার মনিটরিং করা হচ্ছে।’

অভিযোগের বিষয়ে ভোমরা স্থলবন্দরের আরজি এন্টারপ্রাইজের পঙ্কজ দত্ত বলেন, ‘ভোমরা বন্দরের কোনও ব্যবসায়ী পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করছে না। আমিসহ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটা সত্য নয়। পেঁয়াজ আটকে রেখে দাম বৃদ্ধি করে বিক্রি করেছি, এরকম কোনও প্রমাণ নেই।’

এই প্রসঙ্গে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘যাদের বিরুদ্ধে পেঁয়াজের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বশেষ খবর
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি