X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৬

বাগেরহাট বাগেরহাটের শরণখোলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপার ইলিয়াস হোসেন জোমাদ্দারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইলিয়াস শরণখোলা উপজেলার খোন্তাকাটা রাশিদিয়া ইবতেদায়ি মাদ্রাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের বাসিন্দা।
পিবিআই বাগেরহাট জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান,মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলা গত ১৪ সেপ্টেম্বর পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। মাদ্রাসা সুপার রাজধানীসহ বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতারের জন্য এর আগে গাজীপুর এবং পিরোজপুরে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে কাটাখালী এলাকা থেকে বাসে করে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। ইলিয়াসকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

গত ৮ আগস্ট বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের উত্তর খোন্তাকাটা রাশিদিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ি মাদ্রাসায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

ইলিয়াস ওইদিন বিকালে ওই ছাত্রীর বাড়িতে যায়। সেখানে গেলে মা-বাবা ও পারিবারের লোকজন মেয়ের অসুস্থতার কথা সুপারকে জানালে তিনি বলেন, হয়তো মাদ্রাসা থেকে আসার পথে খারাপ বাতাস লেগেছে, তাই রক্তক্ষরণ হচ্ছে।
পরে ইলিয়াস মেয়েটিকে তাবিজ ও পানি পড়া দেয়। এতে সে সুস্থ না হওয়ায় স্থানীয় পল্লি-চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাতেও সুস্থ না হলে ঘটনার দুদিন পর মেয়েটি ধর্ষণের কথা তার পরিবারকে জানায়। পরে ঘটনাটি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি মামলা করার পরামর্শ দেন।
গত ১৯ আগস্ট রাতে নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করেন। মামলার পরপরই ইলিয়াস পলাতক ছিল।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ