X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

মোংলা বন্দরে ৪ মাসে বেড়েছে রাজস্ব আয়

খুলনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১০:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:৪৫

মোংলা বন্দর

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে বিদায়ী অর্থবছরের প্রথম ৪ মাসের তুলনায় ১৬ দশমিক ৬১ শতাংশ রাজস্ব আয় বেড়েছে মোংলা বন্দরে। রাজস্ব আয় বাড়ে ১৪ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এ মোজাম্মেল হক বলেন, আলোচ্য চার মাসে এ বন্দরে জাহাজ (বিদেশি) আগমন বেড়েছে ২৭টি, যা ৯ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি। আর জাহাজ (বিদেশি) নির্গমন বেড়েছে ২০টি, যা ৭ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি। কার্গো/পণ্য ওঠানামা বেড়েছে ৩ লাখ ২৪ হাজার মেট্রিক টন, যা ১০ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি। কন্টেইনার বেড়েছে ২৬৯২টি, যা ১৩ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি। রাজস্ব আয় হয়েছে ১৪ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা, যা ১৬ দশমিক ৬১ ভাগ বৃদ্ধি। আর ব্যয় হয় ১০ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার টাকা, যা ১৮ দশমিক ০৩ ভাগ বৃদ্ধি।

মোংলা বন্দরের ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, অক্টোবর ’১৯ এ জাহাজ আগমন হয় ৯৩টি, নির্গমন হয় ৯০টি, পণ্য ওঠানামা করে ১১ লাখ ৮৮ হাজার মেট্রিক টন, কন্টেইনার ব্যবহার হয় ৭০২০টি, রাজস্ব আয় হয় ৩২ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা, রাজস্ব ব্যয় হয় ১৬ কোটি ৪৩ লাখ ৩২ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ১৫ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকা। অক্টোবর ’১৮-তে জাহাজ আগমন ছিল ৮০টি, নির্গমন ছিল ৭৬টি, পণ্য ওঠানামা ছিল ১০ লাখ ৬ হাজার মেট্রিক টন, কন্টেইনার ছিল ৬১৫৬টি, রাজস্ব আয় ছিল ২৬ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা, রাজস্ব ব্যয় ছিল ১৪ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা। তিনি জানান, অক্টোবর ’১৮-এর চেয়ে অক্টোবর ’১৯-এ জাহাজ আগমন বাড়ে ১৩টি, যা ১৬ দশমিক ১৫ ভাগ বেশি, নির্গমন বাড়ে ১৪টি, যা ১৮ দশমিক ৪২ ভাগ বেশি, পণ্য ওঠানামা বেশি হয় ১০ লাখ ৮২ হাজার মেট্রিক টন, যা ১৮ দশমিক ০৯ ভাগ বেশি, কন্টেইনার বাড়ে ৮৬৪টি, যা ১৪ দশমিক ০৪ ভাগ বেশি, রাজস্ব আয় বাড়ে ৫ কোটি ১৬ লাখ ২ হাজার টাকা, যা ১৯ দশমিক ১৩ ভাগ বেশি, রাজস্ব ব্যয় বাড়ে ১ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার টাকা, যা ১৩ দশমিক ০৩ ভাগ বেশি। রাজস্ব উদ্বৃত্ত বাড়ে ৩  কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকা, যা ২৬ দশমিক ২৬ ভাগ বেশি। তিনি জানান, জুলাই ’১৯-এ জাহাজ আগমন ছিল ৩০০টি, নির্গমন ছিল ২৯০টি,  পণ্য ওঠানামা ছিল ৩৩ লাখ ৫৪ হাজার মেট্রিক টন, কন্টেইনার ছিল ২২ হাজার ৯৬৫টি, রাজস্ব আয় ছিল ১০৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার টাকা। রাজস্ব ব্যয় ছিল ৬৯ কোটি ২৩ লাখ ৬৬ হাজার টাকা। উদ্বৃত্ত ছিল ৩৫ কোটি  ৩৭ লাখ ২৮ হাজার টাকা। জুলাই ’১৮-তে জাহাজ আগমন ছিল ২৭৩টি, নির্গমন ছিল ২৭০টি, পণ্য ওঠানামা ছিল ৩০ লাখ ৩০ হাজার মেট্রিক টন, কন্টেইনার ছিল ২০ হাজার ২৭৩টি, রাজস্ব আয় ছিল ৮৯ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা। রাজস্ব ব্যয় ছিল ৫৮ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। উদ্বৃত্ত ছিল ৩১ কোটি ৪ লাখ ৭২ হাজার টাকা।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগরপথে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ
সাগরপথে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ
প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেন বাইডেন
প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেন বাইডেন
অবন্তিকার আত্মহত্যা: জবি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত
অবন্তিকার আত্মহত্যা: জবি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত
নাফনদ জেটিঘাট জনশূন্য, মাছ ধরা বন্ধ
মিয়ানমারে সংঘাতনাফনদ জেটিঘাট জনশূন্য, মাছ ধরা বন্ধ
সর্বাধিক পঠিত
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার