X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

লিচু বাগান নিয়ে সংঘর্ষে দুই জনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
১৭ মে ২০২০, ১৬:১০আপডেট : ১৭ মে ২০২০, ১৬:১৪

লিচু বাগান নিয়ে সংঘর্ষে দুই জনের মৃত্যু মেহেরপুরের গাংনীতে লিচু বাগান দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের দুই জন নিহত হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাংনী উপজেলার কাজিপুর গ্রামে একটি লিচু বাগান দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাজিপুর গ্রামের কবিরের ছেলে ইসমত কবির ডাবলু (৪০) ও একই গ্রামের সাহেবনগর গ্রামের সেকেন সরদারের ছেলে সানারুল ইসলাম (৩৮)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্তে মাঠে নেমেছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের গোলাম বাজারের পাশে তিন বিঘা জমিতে লিচু বাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি আদালত থেকে রায় পেয়েছেন নিহত ডাবলু হোসেনের পক্ষ। তবে অপর পক্ষ সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের লোকজন তা মেনে নেয়নি। এই নিয়ে উত্তেজনার এক পর্যায়ে আজ সন্ধ্যায় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে দুই পক্ষের দুই জন নিহত হয়। আহত একজনকে কুষ্টিয়া মেডিক্যালে নেওয়া হয়েছে।

নিহত ইসমত কবির ডাবলুর বোন সাবিনা খাতুন জানান, তাদের একটি লিচু বাগান দীর্ঘ ৩০ বছর ধরে তারা ভোগ করে আসছেন। কিন্তু ঘটনার সময় সেকেন সরদারের ছেলে সানারুল ও ইউপি সদস্য হাবিবের নেতৃত্বে তাদের সহযেগীরা লিচু বাগান দখল করতে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।

অপরদিকে সানারুলের স্ত্রী রশিদা খাতুন জানান, কবির ও তার ছেলে ডাবলু তাদের লিচু বাগান জোর করে দীর্ঘদিন থেকে দখল করে আছে। ঘটনার সময় বাগানের কাছে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!