X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চৌগাছায় কৃষক হত্যার ঘটনায় আটক ৩

যশোর প্রতিনিধি
০৮ জুন ২০২০, ২৩:২৭আপডেট : ০৮ জুন ২০২০, ২৩:৩৮

আটক সবুজ ও তুহিন (মাঝে) যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া গ্রামের কৃষক বিপুল হোসেন (৩৫) হত্যার ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত একটি হাঁতুড়ি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক ব্যক্তিরা হলো—চৌগাছার হিজলী গ্রামের আবু শামার ছেল সবুজ হোসেন (১৯), স্ত্রী ফুলবানু বেগম (৩৮) এবং গিয়াস উদ্দিনের ছেলে তুহিন (২৫)।

পুলিশের দাবি, পরকীয়ার জের ধরে প্রেমিকার ছেলের হাতে খুন হন বিপুল হোসেন। হত্যাকাণ্ডে জড়িত ছিল চার জন।

ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ জানান, শুক্রবার সকালে চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর মুলিখালী বটতলার রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় বিপুলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার ছেলে রকি আহমেদ মামলা করেন। মামলাটি পুলিশ সুপার তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখার ওপর ন্যস্ত করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার মনিরামপুর উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী সবুজ হোসেন, তার মা মোছা. ফুলবানু বেগম এবং তুহিন নামে অপর একজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চৌগাছা উপজেলার পুড়াপাড়ার জনৈক ইদ্রিস আলীর পাটক্ষেত থেকে ভিকটিমের মোবাইলফোন উদ্ধার করা হয়। এরপর হত্যার স্থান থেকে হত্যা কাজে ব্যবহৃত একটি হাঁতুড়ি উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত রফিকুল নামে একজন পলাতক রয়েছে।

ওসি আটককৃতদের বরাত দিয়ে আরও জানান, আটক সবুজের বাবা আবু শামা ১০-১২ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। নিহত বিপুল এই সুযোগে সবুজের মা ফুলবানুর সঙ্গে অপত্তিকর সম্পর্কে জড়ায়। তাদের অনৈতিক সম্পর্ক সবুজ দেখে বিপুলকে সতর্ক করে। এরপরও সম্পর্ক অব্যাহত রাখায় সবুজ ও তার ভগ্নিপতি রফিকুল হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সবুজের ভগ্নিপতি দক্ষিণ কয়ারপাড়া গ্রামের লালনের ছেলে রফিকুল গরু কেনার কথা বলে বিপুলকে বাড়ি থেকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। এরপর শ্বাসরোধ ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বিপুলকে হত্যা করে। পরে বস্তায় ভরে মরদেহ মুলিখালি ফেলে আসে।

আরও পড়ুন...

চৌগাছায় কৃষকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ তুলে নিয়ে হত্যা

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?