করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তানিয়া খাতুন (২০) নামের এক তরুণী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ আগস্ট) তিনি মারা যান।
তানিয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা এলাকার পলাশ হোসেনের স্ত্রী।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোন ইউনিটের ফোকাল পার্সন ও আবাসিক সার্জন (সার্জারি) ডা. রাশিদুজ্জামান বলেন, শুক্রবার (২৮ আগস্ট) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তানিয়া সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে।