X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অটো থেকে ছিটকে ট্রাকের তলায়

খুলনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২৩:৫৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২৩:৫৪

খুলনায় অটোরিকশা থেকে ছিটকে পাট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থানা আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। তার নাম বেগ আনিছুর রহমান (৪০)। 

খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সোমবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর অটোরিকশা মাহিন্দ্র’র যাত্রী থাকাবস্থায় দুর্ঘটনার শিকার হন। তিনি খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে এই দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনা কবলিত অটোরিকশা মাহিন্দ্র ও ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকচালককে স্থানীয় জনতা আটক করতে পারলেও তাকে ছিনিয়ে নিয়েছে ট্রাক শ্রমিকরা।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মাহিন্দ্রটি আটক আছে। তবে আটক ট্রাকচালককে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা তাদের জিম্মায় স্থানীয়দের কাছে থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয়রা জানান, বেজেরডাঙ্গার আয়ান জুট মিল থেকে পাট বোঝাই করে ট্রাকটি রেলিগেট বিশ্বাস জুট ট্রেডার্সে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যা সোয়া ৭টায় ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার সামনে এলে খুলনামুখী একটি দ্রুতগামী মাহিন্দ্র (খুলনা মেট্রো থ- ১১-০৮৩৭) ট্রাকটিকে ওভারটেক করতে যায়। এ সময় ট্রাকের সামনের বাংকারের সঙ্গে মাহিন্দ্রের ধাক্কা লাগে। এতে মাহিন্দ্রের সামনে বসা খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা বেগ আনিছুর রহমান ছিটকে রাস্তায় পড়েন এবং ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বেগ আনিছুর রহমান খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই। ঘটনার পরপরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দৌলতপুর ফায়ার সার্ভিসের একটি দল রাত পৌনে ৮টায় লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর স্থানীয়রা ট্রাক, মাহেন্দ্র এবং ট্রাকের চালক দৌলতপুর থানার মানিকতলার ইলিয়াজের পুত্র নাজমুলকে আটক করে। আটকের খবর মানিকতলায় ছড়িয়ে পড়লে ট্রাক শ্রমিকরা এসে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর স্থানীয়দের কাছ থেকে চালক নাজমুলকে ছিনিয়ে নিয়ে যায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
নতুন অর্থবছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়লো
নতুন অর্থবছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়লো
তারাকান্দায় বিএনপির কার্যালয় উদ্বোধন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান
তারাকান্দায় বিএনপির কার্যালয় উদ্বোধন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান
বাড়ি ছাড়লেন মুরাদনগরের নির্যাতিত সেই নারী
বাড়ি ছাড়লেন মুরাদনগরের নির্যাতিত সেই নারী
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি