X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যশোরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ০৪:২২আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৪:২২

শাহাদৎ হোসেন হত্যা মামলায় যশোরের বিশেষ দায়রা জজ ও স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর একজনকে খালাস দিয়েছেন বিচারক। ২০ বছরে বিচার চলা এই মামলায় বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে আদালত এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৯ আগস্ট রাত ৯টার দিকে শাহাদৎ হোসেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি দোকান থেকে চা পান শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নাজির মতিউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এরপর মতিউর রহমানের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শাহাদতের দুলাভাই যশোর উপশহরের ই-ব্লকের বাসিন্দা ফজলুর রহমান যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে হারুনার রশীদকে পুলিশ আটক করে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ হারুনার রশীদ ও জাকির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
যশোর সদরের বাহাদুরপুর গ্রামের শাহাদৎ হোসেন হত্যা মামলার রায়ে আসামি হারুনার রশীদকে যাবজ্জীবন সাশ্রম কারা ও অর্থদণ্ড এবং জাকির হোসেনকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হারুনার রশীদ একই গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে। 
সরকারপক্ষের আইনজীবী বিশেষ পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানান, ২০ বছর ধরে এ মামলাটির বিচার কাজ চলেছে। দীর্ঘ শুনানিতে আসামি হারুনার রশীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
রায় ঘোষণা শেষে বিচারক দণ্ডিত হারুনার রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?