X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তেরখাদায় ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১

খুলনার তেরখাদা উপজেলা আড়পাঙ্গাসিয়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক)  হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম হয়ে জামাল ভোরে মারা যান।          

তেরখাদা থানার ডিউটি অফিসার এসআই মো. নাজমুল আহমেদ জানান, তেরখাদার আড়পাঙ্গাসিয়া এলাকায় দস্যুদের ছুরিকাঘাতে একজন জখম হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেননি। নিহত জামাল শেখ স্থানীয় আড়পাঙ্গাসিয়া গ্রামের মো. আ. সাত্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে আড়পাঙ্গাসিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহর বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারেরর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। একপর্যায়ে ডাক-চিকিৎসার শুরু করেন স্কুলশিক্ষক আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা। ডাকাতদের আক্রমণের আভাস বুঝতে পেরে এগিয়ে আসেন এলাকাবাসী। এ অবস্থায় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এর মধ্যে প্রতিবেশী ও আব্দুল্লাহর খালাতো ভাই জামাল শেখ একজন ডাকাতকে জাপটে ধরেন। পরে অন্য দস্যুরা জামাল শেখকে ছুরি দিয়ে আঘাত করে। এতে মাটিতে লুটে পড়েন জামাল শেখ। এ অবস্থায় এলাকায় ব্যাপক হৈ চৈ শুরু হলে দস্যুরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন জামাল শেখকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভোরে খুমেক হাসপাতালে জামাল শেখের মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ