X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১২ ঘণ্টা হাসপাতালে হিন্দু ব্যক্তির লাশ, সৎকার করলেন মুসলিম যুবকরা

খুলনা প্রতিনিধি
১৮ জুন ২০২১, ১১:২৯আপডেট : ১৮ জুন ২০২১, ১১:৩৩

আক্রান্ত হওয়ার ভয়ে বাগেরহাটের রামপাল উপজেলা হাসপাতালে মৃত করোনা রোগীর লাশ গ্রহণ করেনি তার পরিবার। এ কারণে লাশটি হাসপাতালেই পড়েছিল ১২ ঘণ্টা। খবর পেয়ে রামপালের খেদমতে খালফ নামের মুসলিম স্বেচ্ছাসেবী টিমের চার সদস্য মৃত হিন্দু ব্যক্তির সৎকারের উদ্যোগ নেন। পরে মৃত ব্যক্তির ছেলে মুখাগ্নি করলেও বাবাকে স্পর্শ করেননি তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, রামপাল উপজেলার বেতকাটা গ্রামের এক রোগী এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান। সেখানে টেস্টে তার করোনা শনাক্ত হয়। মৃত্যুর আগে এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ৷ ১৫ জুন দিবাগত রাতে তিনি মারা যান। এ খবর পেয়ে পরিবারের কোনও সদস্য তার লাশ গ্রহণ বা সৎকার করতে আসেননি।

পরে রামপাল স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে মুসলিম স্বেচ্ছাসেবী টিমকে খবর দেওয়া হয়। পরদিন সকালে (১২ ঘণ্টা পর) তারা লাশটি নিয়ে সৎকার সম্পন্ন করেন।

খেদমতে খালফ নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার মাওলানা হোসাইন আহমদ বলেন, হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে আমাদের জানানো হয়। পরদিন (বুধবার) সকালে লাশটি বের করে নিজেরাই ভ্যান ঠিক করে মিরাখালী শ্মশানে নিয়ে যাই। শুধুমাত্র মুখাগ্নি করার জন্য তার ছেলে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি তার বাবাকে ধরেননি বা স্পর্শ করেননি।

এদিকে হিন্দু ব্যক্তির লাশ সৎকারে এগিয়ে আসা মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জুলফিকার আলী, আব্দুর রহমান ও দেলোয়ার হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।

রামপাল সদরের ইউপি সদস্য মিকাইল হোসেন বলেন, করোনাকালে এ ধরনের উদার মানসিকতা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। এর মাধ্যমে এলাকার যুবকরা অনুপ্রাণিত হবেন। এমনকি এরপর থেকে এমন কাজে আমিও অংশ নেবো।

খেদমতে খালফ টিমের সদস্যদের মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জুলফিকার আলী, আব্দুর রহমান ও দেলোয়ার হোসাইনের মানবিক আচরণ অসাম্প্রদায়িকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুকান্ত কুমার পাল। তিনি তাদের আন্তরিক ধন্যবাদ জানান।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত