X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডুবে যাওয়া বাল্কহেডে কয়লা বহনের অনুমোদন ছিল না

আবুল হাসান, মোংলা
১৭ নভেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৯:২৭

বাগেরহাটের মোংলার হাড়বাড়িয়ায় সুন্দরবনের পশুর নদীতে ডুবে যাওয়া বাল্কহেডে কয়লা বহনের অনুমোদন ছিল না। বালু পরিবহনের কাজে ব্যবহার করা হতো বাল্কহেডটি। বেআইনিভাবে এতে কয়লা বোঝাই করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ নৌ-চলাচল আইন ও পণ্য পরিবহন বিধিনিষেধ অমান্য করে বালু বহনের কাজে ব্যবহৃত বাল্কহেডে কয়লা বহন করতো মালিকপক্ষ। একই প্রতিষ্ঠানের ফারদিন, মার্জিন, এমভি মা এবং নিলয়-৩ নামে আরও চারটি বাল্কহেডে কয়লাবোঝাই করতো তারা। অথচ কয়লা বহনের অনুমোদন ছিল না।

এ বিষয়ে জানতে কয়লা বহনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যারিয়ারের মালিক মো. শাহ আলম তুহিনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

তবে ইস্টার্ন ক্যারিয়ারের ব্যবস্থাপক মো. কুদ্দুস বলেন, এটি যে বালু পরিবহনের বাল্কহেড তা আমাদের জানা ছিল না। জানলে আমরা কয়লাবোঝাই করতাম না।

তবে এমভি ফারদিন-১ বাল্কহেডের চার্টার্ড মালিক মো. মানিক বলেন, বালু বহনের বাল্কহেড জেনেশুনেই ভাড়া নিয়েছিল ইস্টার্ন ক্যারিয়ার। এসব বাল্কহেডে আমরা বালু বহন করে থাকি। কিন্তু ইস্টার্ন ক্যারিয়ার প্রতিষ্ঠান আমাদের কয়লা পরিবহনে বাধ্য করেছে।

নৌ-পরিবহন অধিদফতরের পরিচালক (ঢাকা) মো. বদরুল হাসান বলেন, পণ্য পরিবহনের জন্য বিভিন্ন নৌযানকে সার্ভে এবং রেজিস্ট্রেশন দেওয়া হয়। বালু টানার বাল্কহেডে আমদানি করা কোনও পণ্য পরিবহনের আইন নেই। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া বাল্কহেডটি সম্পূর্ণ বেআইনিভাবে কয়লা পরিবহন করেছিল। কারণ এক হ্যাজ বিশিষ্ট বাল্কহেড ডিজি শিপিং থেকে নিষিদ্ধ। এই বাল্কহেড বালু পরিবহন ছাড়া অন্য পণ্য পরিবহন করতে পারবে না। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডুবে যাওয়া ফারদিন-১ বাল্কহেডের চলাচলে নিজস্ব কোনও যোগাযোগ (যান্ত্রিক বার্তা আদান-প্রদান) ব্যবস্থা নেই। ফলে বাল্কহেডটি জানে না যে, ওই সময় বিদেশি জাহাজ মাদার ভেসেল বন্দর ত্যাগ করছিল। 

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল বাল্কহেড ফারদিন-১। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগের সময় মাদার ভেসেল জাহাজটি ফারদিন-১ বাল্কহেডটিকে ধাক্কা দিলে কাত হয়ে পড়ে।

এরপর ধীরে ধীরে পানি ঢুকে বাল্কহেডটির পেছনের অংশ ডুবে যায়। এরই মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তিন জন নিখোঁজ রয়েছে।

/এএম/
সম্পর্কিত
অবরোধে সারাদেশে চলবে পণ্য ও যাত্রী পরিবহন
খনন করা ১২ নৌপথের অর্ধেকই পরিত্যক্ত: প্রতিবেদন
নাবিকরা আমাদের নৌ-বাণিজ্যের প্রাণ: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী