X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

খুলনায় রাজনৈতিক দলে ১৩ শতাংশ নারী

খুলনা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ১৩:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩:১৯

খুলনা জেলায় রাজনৈতিক দলের কমিটিতে ১৩ শতাংশ নারী রয়েছেন। তবে ঘোষণা রয়েছে ৩৩ শতাংশ থাকার। কমিটিতে দু-একজন নারী থাকলেও তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। নয়টি উপজেলার মধ্যে সাতটির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। 

সাত উপজেলার সার্বিক চিত্রে আওয়ামী লীগের কমিটিতে ১৪ শতাংশ, বিএনপির কমিটিতে ১১ শতাংশ ও জাতীয় পার্টির কমিটিতে ১৫ শতাংশ নারীর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি উপজেলায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। আর দুটি উপজেলায় বিএনপির এবং ছয়টি উপজেলায় জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রূপান্তর নামের একটি বেসরকারি সংস্থা আয়োজিত এক সভায় জরিপ চিত্র উপস্থাপনে এসব তথ্য জানানো হয়েছে। খুলনা প্রেস ক্লাবে সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়েছে, খুলনা ও বাগেরহাটের ৮৪টি উপজেলায় ‘অপরাজিতা’র নেটওয়ার্ক রয়েছে। গত ৩ বছর ধরে এ নেটওয়ার্ক কাজ করছে। ​চলতি বছরের ইউপি নির্বাচনে ৮৩টি ইউনিয়নে ১০ নারী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তাদের মধ্যে তিন জন নির্বাচিত হয়েছেন। ৪৯ জন নারী সাধারণ আসনে নির্বাচন করে দুই জন নির্বাচিত হন। সংরক্ষিত আসনে এক হাজার ১৭ জনের ২৪৯ নারী নির্বাচিত হন। তাদের মধ্যে অপরাজিতার ১৫৭ জন (৬৩ শতাংশ)। ৮৩টি ইউনিয়ন পরিষদে ২৩ শতাংশ নারী রয়েছেন।

নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভায় রাজনৈতিক দলের কমিটিগুলোতে ২০২২ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী অর্ন্তভূক্ত করা এবং রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোনও একটি গুরুত্বপূর্ণ পদে নারী অর্ন্তভুক্তিকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়। 

সভায় বক্তারা বলেন, দলের সংবিধানে নারী অন্তর্ভুক্তির বিষয়টি থাকলেও বাস্তবে সেটা পালন করা হচ্ছে না। আসন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক দলের সম্মেলনে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া এবং ২০২২ সালের মধ্যে খুলনা জেলার রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-আপারেশনের আর্থিক সহযোগিতায় ও হেলভেটাস ইন্টার কো-আপারেশন ও রূপান্তর যৌথভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।

শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল নারী উন্নয়ন ফোরামের মহাসচিব ও খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারজানা ফেরদৌস নিশা ও অপরাজিতা প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ফৌজিয়া খন্দকার ইভা। 

/এসএইচ/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
নারী নির্যাতনকারীর কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: মির্জা ফখরুল
পুলিশের বিজ্ঞপ্তিতে ভুক্তভোগীর পূর্ণাঙ্গ ঠিকানার ইঙ্গিত, ফেসবুকে সয়লাব 
সর্বশেষ খবর
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে