X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনায় রাজনৈতিক দলে ১৩ শতাংশ নারী

খুলনা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ১৩:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩:১৯

খুলনা জেলায় রাজনৈতিক দলের কমিটিতে ১৩ শতাংশ নারী রয়েছেন। তবে ঘোষণা রয়েছে ৩৩ শতাংশ থাকার। কমিটিতে দু-একজন নারী থাকলেও তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। নয়টি উপজেলার মধ্যে সাতটির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। 

সাত উপজেলার সার্বিক চিত্রে আওয়ামী লীগের কমিটিতে ১৪ শতাংশ, বিএনপির কমিটিতে ১১ শতাংশ ও জাতীয় পার্টির কমিটিতে ১৫ শতাংশ নারীর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি উপজেলায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। আর দুটি উপজেলায় বিএনপির এবং ছয়টি উপজেলায় জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রূপান্তর নামের একটি বেসরকারি সংস্থা আয়োজিত এক সভায় জরিপ চিত্র উপস্থাপনে এসব তথ্য জানানো হয়েছে। খুলনা প্রেস ক্লাবে সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়েছে, খুলনা ও বাগেরহাটের ৮৪টি উপজেলায় ‘অপরাজিতা’র নেটওয়ার্ক রয়েছে। গত ৩ বছর ধরে এ নেটওয়ার্ক কাজ করছে। ​চলতি বছরের ইউপি নির্বাচনে ৮৩টি ইউনিয়নে ১০ নারী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তাদের মধ্যে তিন জন নির্বাচিত হয়েছেন। ৪৯ জন নারী সাধারণ আসনে নির্বাচন করে দুই জন নির্বাচিত হন। সংরক্ষিত আসনে এক হাজার ১৭ জনের ২৪৯ নারী নির্বাচিত হন। তাদের মধ্যে অপরাজিতার ১৫৭ জন (৬৩ শতাংশ)। ৮৩টি ইউনিয়ন পরিষদে ২৩ শতাংশ নারী রয়েছেন।

নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভায় রাজনৈতিক দলের কমিটিগুলোতে ২০২২ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী অর্ন্তভূক্ত করা এবং রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোনও একটি গুরুত্বপূর্ণ পদে নারী অর্ন্তভুক্তিকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়। 

সভায় বক্তারা বলেন, দলের সংবিধানে নারী অন্তর্ভুক্তির বিষয়টি থাকলেও বাস্তবে সেটা পালন করা হচ্ছে না। আসন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক দলের সম্মেলনে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া এবং ২০২২ সালের মধ্যে খুলনা জেলার রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-আপারেশনের আর্থিক সহযোগিতায় ও হেলভেটাস ইন্টার কো-আপারেশন ও রূপান্তর যৌথভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।

শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল নারী উন্নয়ন ফোরামের মহাসচিব ও খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারজানা ফেরদৌস নিশা ও অপরাজিতা প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ফৌজিয়া খন্দকার ইভা। 

/এসএইচ/
সম্পর্কিত
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
এই কনটেন্ট আপনি কেন বিশ্বাস করছেন
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!