X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক মাদ্রাসা রোড এলাকার বাসায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে জামাতা মো. কামরুল ইসলাম ওরফে স্বাধীনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। বাদীপক্ষের আইনজীবী মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গৃহবধূ খুকুমনি ওরফে মনি (১৯) চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, সোনাডাঙ্গা থানার আল ফারুক মাদ্রাসা রোডের মো. হাবিবুল্লাহর বাসায় ভাড়া থাকতেন শিউলী বেগম। প্রায় ছয় মাস আগে কামরুল ইসলামের সঙ্গে খুকুমনির বিয়ে হয়। মেয়ে ও জামাতা তার কাছেই থাকতো। এরই মধ্যে অসুস্থ মাকে দেখতে বাগেরহাটের শরণখোলায় যান শিউলী বেগম। তার স্বামী কাজের তাগিদে যশোরের কেশবপুরে গিয়েছিলেন। এই সুযোগে ১৭ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে খুকুমনির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় জামাতা কামরুল ইসলাম।

টের পেয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী এগিয়ে এলে ঘরের দরজা খুলে দেয় কামরুল। আগুনের বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিক ও তার স্ত্রীকে কামরুল জানায় চা বানাতে গিয়ে খুকুমনির গায়ে আগুন লেগেছে। 

পরে অগ্নিদগ্ধ খুকুমনিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার মা ও বাবা খুলনায় এসে পরদিন চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় ২১ ফেব্রুয়ারি মারা যায় খুকুমনি। 

শিউলী বেগম জানিয়েছেন, মৃত্যুর আগে ভিডিও বার্তায় মৃত্যুর জন্য কামরুল ইসলামকে দায়ী করেছে খুকুমনি। সে বলেছে, গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কামরুল। পরে ঢাকায় ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি তাকে দাফন করা হয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু