X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুণীদের সম্মান না জানালে পিছিয়ে পড়বো আমরা: এমপি কাজী নাবিল

যশোর প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ১৯:২৪আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৯:২৪

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, যারা দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি—তাহলে আমরা পিছিয়ে পড়বো। এই প্রজন্মের ছেলেমেয়েদের উচিত, এসব গুণীজনের কাছ থেকে শিক্ষাগ্রহণ করা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন গুণীজনরা। 

শনিবার (০৫ মার্চ) বিকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। 

এ বছর একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী ড. মো. আনোয়ার হোসেন এবং বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্ত লেখক ও গবেষক হোসেনউদ্দীন হোসেনকে সম্মাননা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের আঞ্চলিক পত্রিকা দৈনিক কল্যাণ।

যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে অতিথি ও গুণীজনরা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, অনেকেই মনে করেন জীবনে ধন-সম্পদ আর অর্থবিত্তই প্রধান। কিন্তু এখনও অনেক মানুষ আছেন, যারা নীরবে-নিভৃতে সাধারণ মানুষের সেবা ও কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করছেন। সেরকম দুজন গুণী মানুষ হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আনোয়ার হোসেন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা লেখক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। হোসেনউদ্দীন সাহিত্য ও গবেষণায় আর ড. আনোয়ার হোসেন শিক্ষায় অবদান রেখে চলেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন মূলত একজন বিজ্ঞানী। সোজা বাংলায় বললে বলা যায়, গরুর ক্ষুরা রোগের প্রতিকার নিয়ে গবেষণার জন্য প্রশংসিত হয়েছেন তিনি। আবার করোনাকালে যখন আমরা টেস্ট করানোর জন্য খুলনায় নমুনা পাঠাচ্ছিলাম, সেসময় নিজ উদ্যোগে তার বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দিয়েছেন। অপরদিকে দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন রেখেছেন অনন্য ভূমিকা।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, এই পুরস্কার আর সম্মাননা অবশ্যই গুণীজনদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা হবে।

সংবর্ধনার আয়োজন করেছে যশোরের আঞ্চলিক পত্রিকা দৈনিক কল্যাণ

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নের রোল মডেলে উত্তীর্ণ হয়েছি। শুধু অর্থনৈতিক কিংবা উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাওয়াই নয়, আমাদের এখন দেশের ক্রীড়া, শিল্প-সংস্কৃতি, গবেষণায়ও এগিয়ে যেতে হবে। গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, দৈনিক কল্যাণের উপদেষ্টা রুকুনদ্দৌলাহ ও নির্বাহী সম্পাদক শাহাদত হোসেন কাবিল।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দৈনিক কল্যাণের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর তারা যশোরের গুণীজনদের একজন করে সম্মাননা দেবেন। তারই অংশ হিসেবে যশোরে গুণীজন হোসেনউদ্দীন হোসেন এবং বিজ্ঞানী ড. মো. আনোয়ার হোসেনকে আজ সংবর্ধনা দেওয়া হলো।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে সংবর্ধিত দুই গুণী জনকে পুষ্পস্তবক, উত্তরীয়, ক্রেস্ট এবং তাদের নিজেদের প্রতি প্রতিকৃতি তুলে দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতির জন্ম হয়: কাজী নাবিল
২৫ মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা: কাজী নাবিল এমপি
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা