X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবারও মেহেরপুর আ.লীগের সভাপতি ফরহাদ, সম্পাদক খালেক

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০২২, ২০:১৭আপডেট : ১৬ মে ২০২২, ২০:১৭

সাত বছর পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে আবারও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এম এ খালেক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ মে) বিকাল সাড়ে ৪টায় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এর আগে বেলা সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাহাউদ্দিন নাছিম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সংসদ সদস্য আমিনুল আলম, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা ও মোহাম্মদ সাহিদুজ্জামান।

সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের নেতারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসার জন্য নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন তারা। 

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে এখন থেকেই সুসংগঠিত-স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে। দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‌‌‘ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল থাকবে না।’

অর্থপাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রচার করতে সম্প্রতি বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‌‘অর্থপাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে।’

সম্মেলনে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে বর্তমান সরকার। এই সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

বিকালে দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য শুধু কাউন্সিলরদের নিয়ে অধিবেশন শুরু হয়। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ সম্মেলনে ফরহাদ হোসেন সভাপতি এবং এম এ খালেক সাধারণ সম্পাদক হয়েছিলেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা