X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রেল তো সোজা চলে এর সঙ্গে কারও ধাক্কা লাগার কথা নয়: রেলমন্ত্রী

মাগুরা প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ২২:২৯আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:২৯

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেল লাইনে কেউ মোবাইলে কথা বলতে বলতে দুর্ঘটনাকবলিত হলে সে দায় কেন রেলের? কোনও যান (গাড়ি) এসে পড়লে তার দায়ভারও কেন রেলের হবে? রেল তো সোজা চলে, এর সঙ্গে কারও তো ধাক্কা লাগার কথা নয়।’

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মাগুরা জেলা শহরের কামারবাড়ি এলাকায় মাগুরা রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘রেল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা নিরসনে আমরা কাজ করছি। রেল লাইনে কেউ মোবাইলে কথা বলতে বলতে দুঘটনাকবলিত হলে সে দায় কেন রেলের? এই বিষয়গুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পৌরসভা, সড়ক বিভাগসহ রেল লাইনের পাশে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে সমন্বয় করে নিতে পারি। এতে আমাদের সবার জন্য ভালো হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘কেউ যখন রেলের সঙ্গে ধাক্কা খায়, তখন হতাহতের ঘটনা ঘটলে তার সব দায় রেলের ওপর। কেন রেল এই দায় নিতে যাবে? রেল চলাচলের সময় ওই রেললাইনের আশপাশে তো ১৪৪ ধারা জারি করা থাকে রেল আইন অনুসারে। তাহলে রেলের ওপরে এসে দুর্ঘটনা কীভাবে ঘটে। রেল তো সোজা চলে এর সঙ্গে কারও তো ধাক্কা লাগার কথা নয়।’

জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কয়েকবছর হতে চললো, মাগুরার মানুষ রেল লাইনে উঠতে চায়। আশা করি, জমি অধিগ্রহণ দ্রুত শেষে করে রেল লাইনের কাজ পুরোপুরি শুরু হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাগুরা রেল লাইনের কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

/এফআর/
সম্পর্কিত
‘ট্রেনের টিকিটে কালোবাজারি হয়নি, ঈদে প্রথমবার স্বস্তিতে বাড়ি গেছেন যাত্রীরা’
ট্রেনে জন্ম নেওয়া শিশু ও বাবা-মায়ের জন্য উপহার পাঠালেন রেলমন্ত্রী
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া