X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথমপত্রের খামে ছিল দ্বিতীয়পত্রের প্রশ্ন

নড়াইল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬

নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথমদিনে লোহাগড়া উপজেলার দুটি কেন্দ্রে এবং কালিয়া উপজেলার একটি কেন্দ্রে বাংলা প্রথমপত্র প্রশ্নের খামে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পরীক্ষায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ও ইতনা কেন্দ্রে এবং কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের আগে কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি টের পেলে প্রশ্ন বিতরণ বন্ধ রাখা হয়।

কেন্দ্র সূত্র জানায়, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়, ইতনা এবং কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্রের প্রশ্নের সিলগালা খামে দ্বিতীয়পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়।পরীক্ষার্থীর মধ্যে প্রশ্ন বিতরণের সময় কেন্দ্র কর্মকর্তাদের বিষয়টি নজরে আসে। বিষয়টি জানার পর কেন্দ্র কর্তৃপক্ষ বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন সিলগালা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ জায়গায় ফেরত পাঠায়। 

দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু বলেন, আমাদের এখানে সরবরাহ করা একটি প্যাকেটে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল।পরীক্ষার্থীদের হাতে দেওয়ার আগেই বিষয়টি আমাদের নজের আসে। পরে দায়িত্বশীল কর্মকর্তাদের বিষয়টি জানালে তাদের নির্দেশে ওই প্রশ্নের খাম সিলগালা করে ফেরত পাঠানো হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী বলেন, উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা কেন্দ্রে সরবরাহ হওয়া বাংলা প্রথমপত্রের খামের ভেতর দ্বিতীয়পত্রের প্রশ্ন ছিল। তবে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের আগেই বিষয়টি ধরা পড়েছে।  

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে সরবরাহ করা প্যাকেটের ওপরে বাংলা প্রথমপত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। পরে ওই প্রশ্ন বিতরণ বন্ধ রেখে প্রথমপত্রের প্রশ্ন বিতরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, বিষয়টি আমার কাছে এখনও পরিষ্কার নয়। নড়াইলের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা যাচাই করা হবে। বাংলা প্রথমপত্রের প্রশ্নের পরিবর্তে যদি দ্বিতীয়পত্রের প্রশ্ন দেওয়ার ঘটনা ঘটে, তাহলে বিতরণ করা প্রশ্ন সেট বাতিল করে আমাদের কাছে বিকল্প থাকা বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নের সেট সরবরাহ করা হবে। 

/টিটি/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ, হাতেনাতে ধরে ২ বছরের কারাদণ্ড
এসএসসি পরীক্ষা রেখে ‘প্রেমিকের হাত ধরে পালালো’ কিশোরী
পরীক্ষাকক্ষে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের