X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘যশোরে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে’

যশোর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ২১:২৯আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:৩৩

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘আগামী ২৪ নভেম্বর যশোর শামসুল হুদা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভা জনসমুদ্রে রূপ নেবে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যশোরসহ গোটা খুলনা বিভাগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।’

রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল যশোর শামসুল হুদা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শেখ হেলাল উদ্দিন বলেন, ‘২৪ নভেম্বর যশোরের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচন সামনে রেখে এটিই প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। এই অঞ্চলের মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার কথা শুনতে উন্মুখ হয়ে আছেন লাখ লাখ মানুষ। সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি আমরা। কাজেই বলতে পারি, এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে।’

জনসভাস্থল শামসুল হুদা স্টেডিয়াম ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ এলাকায় অবস্থান করেন শেখ হেলাল উদ্দিন

প্রায় একঘণ্টা জনসভাস্থল শামসুল হুদা স্টেডিয়াম ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ এলাকায় অবস্থান করেন তিনি। সমাবেশস্থল ও আশপাশের এলাকার খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন শেখ হেলাল উদ্দিন।

পাশাপাশি জনসভাস্থলে যাতে মানুষ নির্বিঘ্নে পৌঁছাতে পারেন সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। তার সঙ্গে থাকা দলের কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় এমপি ও দলের শীর্ষ পর্যায়ের নেতারা নানা বিষয়ে দিক-নির্দেশনা দেন। একইসঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের জনসভাস্থলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন তারা।

এ সময় শেখ হেলাল উদ্দিন এমপির সঙ্গে ছিলেন খুলনা বিভাগের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় ও যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রমুখ।

এদিকে, যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত। সমাবেশে পাঁচ লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে নানা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তারা।

হেলাল উদ্দিন এমপির সঙ্গে ছিলেন বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও এমপি কাজী নাবিল আহমেদ

জনসভা সফল করতে নেতারা জেলার আট উপজেলা, আট পৌরসভা ও ৯৩ ইউনিয়নে গণসংযোগ করছেন। আটটি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের নেতাদের দাবি, জনসভা ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে এই জনসভা।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোর স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে দিনের ঐতিহাসিক জনসভায় মানুষের ঢল নেমেছিল। জনসমুদ্রে পরিণত হয়েছিল মাঠ। একই মাঠে ৫০ বছর পর আগামী ২৪ নভেম্বর জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় ঈদগাহে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

 

/এএম/
সম্পর্কিত
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!