X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রশ্নে সরকার আপসহীন: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৫:০৬

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‌‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মানের প্রশ্নে বর্তমান সরকার আপসহীন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়, বীর মুক্তিযোদ্ধারা সম্মানিত হন।’

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় যশোর টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তিরা ফের মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি-জামায়াত তাদের কূটকৌশল চরিতার্থ করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তারা সভা-সমাবেশের নামে মিথ্যাচার করছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তারাই দেশে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের জন্ম দেয়। নৈরাজ্য করে তারা দেশকে মিনি পাকিস্তান বানাতে চায়।’

বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য্য এমপি ও কাজী নাবিল আহমেদ এমপি

তিনি আরও বলেন, ‘মহান বিজয় দিবসে আমাদের শপথ হোক, আমরা স্বাধীনতার পরাজিত শক্তি, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বয়কট করবো। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।’ 
 
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রকৃত সম্মান পান। এই সরকারই মুক্তিযোদ্ধাদের জন্যে মাসে মাসে সম্মানি ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্যে বীর নিবাস তৈরিসহ নানা কল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করেছেন।’

যশোরে বীর শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কাজী নাবিল আহমেদ এমপি

অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, মুক্তিযুদ্ধ চলাকালে বিএলএফ প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, ডেপুটি প্রধান ও তৎকালীন ছাত্রলীগের বৃহত্তর খুলনা বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম প্রমুখ বক্তৃতা করেন।  

এর আগে সকালে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরের মণিহার এলাকায় যান। সেখানে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।

শামস-উল-হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত

সকাল ৬টা ৪০ মিনিটে বিজয়স্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানায় যশোরবাসী। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে বিজয়স্তম্ভে। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ পাঠ করা হয়। এরপর শামস-উল-হুদা স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

/এসএইচ/এমওএফ/
সর্বশেষ খবর
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
ঢাকাবাসীকে জলমগ্নতা থেকে রক্ষায় পূর্ণ প্রস্তুতি রয়েছে: মেয়র তাপস
ঢাকাবাসীকে জলমগ্নতা থেকে রক্ষায় পূর্ণ প্রস্তুতি রয়েছে: মেয়র তাপস
নয়ন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ৪ আসামি, জানালেন খুনের কারণ
নয়ন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ৪ আসামি, জানালেন খুনের কারণ
রমজানে হকারদের ফুটপাতে বসার সুযোগ দেবে ডিএমপি
রমজানে হকারদের ফুটপাতে বসার সুযোগ দেবে ডিএমপি
সর্বাধিক পঠিত
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং
ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর