X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

কুষ্টিয়ায় বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ২২:৪৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২৩:০৭

ভারী বৃষ্টিপাতের কারণে কুষ্টিয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকাল ৩টা থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত জেলায় এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে অব্যাহত বৃষ্টির কারণে চলতি মৌসুমে আগাম শীতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিপাকে পড়েছে গবাদিপশু পালনকারীরাও।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪/৫ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কখনও হালকা আবার কখনও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। একনাগাড়ে বৃষ্টির কারণে জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামীসহ সাধারণ খেটে খাওয়া মানুষরা।

পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়নের টমেটোচাষি ওয়ারেস আলি জানান, তার তিন বিঘা টমেটোক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, এভাবে বৃষ্টি হতে থাকলে পুরো ক্ষেতের গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

একই এলাকার দুখু মিয়া নামের আরেক কলাচাষি জানান, পুরো কলাক্ষেত পানিতে ডুবে গেছে। দ্রুত যদি পানি নিষ্কাশন না হয় তবে পুরো ক্ষেতের কলা নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

আশিক নামের এক নবম শ্রেণির এক শিক্ষার্থী জানান, বৃষ্টির কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিত কম থাকে।

ব্যবসা-বাণিজ্যে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

স্থানীয় মিরপুর পৌরসভার সুলতানাপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে বাড়ির ভেতর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। গত রাত থেকে গবাদিপশুগুলোও বেশ কষ্টের মধ্যে আছে।’

মিরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ইমান আলী বলেন, ‘বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। মানুষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। বৃষ্টির কারণে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে।’

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত কুষ্টিয়া জেলায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার রোদের দেখা মিলতে পারে।’

/কেএইচটি/
সম্পর্কিত
তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি, বৃষ্টি হলেও কমবে না গরম
দেশের ৪২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, বিস্তারের শঙ্কা
ভারতে ধূলিঝড়ে বিলবোর্ড ধসে নিহত ৩, আহত ৫৯
সর্বশেষ খবর
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার