স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে নিজের শিশু সন্তানকে হত্যার পর ঘরে মরদেহ রেখে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন আলী গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ইয়াসিন আলী মাদকাসক্ত। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে প্রায় ইয়াসিনের ঝগড়াঝাঁটি হতো। এক সপ্তাহ আগেও ইয়াসিন গাজীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যান।
পরে বৃহস্পতিবার বিকালে ইয়াসিন আলী গাজী শ্বশুরবাড়ি গিয়ে তার শিশু সন্তান আরিফকে বাড়িতে নিয়ে আসে উল্লেখ করে তিনি জানান, অভিযোগ উঠেছে, রাতে সে তার শিশু সন্তান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করে।