X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নড়াইলে যে কেন্দ্রে ভোট দেবেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হলেও মাশরাফি আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীসহ মুরুব্বিদের সঙ্গে ভোট নিয়ে পরামর্শ-আলোচনা অব্যাহত রেখেছেন।

শহরের সদর থানা মোড়ে মামা নাহিদুর রহমান নাহিদের বাড়িতে অস্থায়ী নির্বাচনি কার্যালয় করে গত ২৪ ডিসেম্বর থেকে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অসহায়, গরিব-দুঃখী মানুষের সঙ্গে সাক্ষাৎ দিচ্ছেন।

রবিবার (৭ জানুয়ারি) নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন মাশরাফি, তার ঘনিষ্ঠজন সূত্রে এমনটাই জানা গেছে। মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু সুমন কুমার দাস ও নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, মাশরাফির ভোটকেন্দ্র হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ কেন্দ্রেই তিনি ভোট দেবেন। তবে কখন ভোট দেবেন বিষয়টি তিনি (মাশরাফি) নিশ্চিত করেননি।

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার এবং মহিলা ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ১৩২ জন। এবারের নির্বাচনে ২৫৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য এক হাজার ৪৪১টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

নড়াইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভেটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন । নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কালিয়া পৌরসভাসহ কালিয়া উপজেলার  ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে  ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৬৩০টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে  ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮১১টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ক্রিকেট বিশ্বকাপ নয়, অলিম্পিকে সোনা জেতা হবে বাংলাদেশের সেরা অর্জন: মাশরাফি
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এখনও দেখেননি মাশরাফি!
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান