X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে খুলনার মানুষ, এবার বৃষ্টির পূর্বাভাস

খুলনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ১৮:০৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:০৮

খুলনায় টানা কয়েকদিন কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। সড়কে যানবাহনও তুলনামূলক কম। এমন পরিস্থিতিতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। বেশি বিপাকে পড়েছে খেটেখাওয়া মানুষ। শীতজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এরই মধ্যে বুধবার (২৪ জানুয়ারি) বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।

এর আগে গত ১৮ জানুয়ারি খুলনায় বৃষ্টি হয়েছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বেড়ে গিয়েছিল শীতের তীব্রতা। গত চার-পাঁচ দিন তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছিল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাপমাত্রা আরও কমে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পৃথক দুটি চিঠিতে এই নির্দেশনা দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম বলেন, ‘ভোরে মোবাইলে বার্তা পাঠিয়ে বিদ্যালয়গুলোর প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টায় চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।’

মঙ্গলবার জেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উল্লেখ করে খুলনা আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ‌‘এটি জেলায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহের কারণে জানুয়ারি মাসে তাপমাত্রা নিচে নেমে গেছে। বুধবার খুলনার আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার থাকতে পারে।’

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় হিমেল হাওয়া। বাতাসে কাবু হয়ে যায় সাধারণ মানুষ। সন্ধ্যা ৬টার পরই ফাঁকা হতে শুরু করে রাস্তাঘাট। রাতে কুয়াশা কম থাকলেও শীত থাকে মাত্রাতিরিক্ত। শহরের বিভিন্ন স্থান ও হাটবাজার, রাস্তার পাশে অনেকে কাঠ-খড় দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। তবে জীবিকার তাগিদে রাস্তায় বের হওয়া রিকশা-ভ্যানচালক, কৃষিশ্রমিক ও দিনমজুর সীমাহীন কষ্টে আছেন। জীবনযাত্রা স্থবির হয়ে পড়ায় ও মানুষের চলাচল কমে যাওয়ায় আয় কমে গেছে শ্রমজীবী মানুষের।

দুর্ভোগের কথা জানিয়ে শহরের রিকশাচালক আমির হোসেন বলেন, ‘শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সবাই। তবু পেটের দায়ে রাস্তায় রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু যাত্রী কম, এজন্য আয়ও কম।’

কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের

শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। জেলার হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। এর মধ্যে বেশিরভাগই শিশু।

খুলনা শিশু হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে অসুস্থ শতাধিক শিশুকে প্রতিদিন হাসপাতালে আনছেন অভিভাবকরা।’

শীতার্ত মানুষের মাঝে প্রতিদিন শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যাচ্ছে। সেগুলো বিতরণ অব্যাহত আছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘মঙ্গলবার ছয় হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এগুলো আজ বিতরণ করা হবে। এ পর্যন্ত ৬৬ হাজার ৫৪০টি কম্বল খুলনায় এসেছে। এর মধ্যে ৫৮ হাজার বিতরণ করা হয়ে গেছে। জেলার জন্য এক লাখ ২০ হাজার কম্বলের চাহিদা দেওয়া হয়েছিল।’

/এএম/
সম্পর্কিত
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
সর্বশেষ খবর
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে