X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভাষাশহীদদের স্মরণে একসঙ্গে জ্বললো ১ লাখ মোমবাতি

নড়াইল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৪

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলে লাখো মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। এভাবেই ভাষাশহীদদের স্মরণ করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠে (কুড়িরডোব মাঠ) এক লাখ মোমবাতি একসঙ্গে জ্বলে ওঠে।

সরেজমিনে দেখা গেছে, এই আয়োজন ঘিরে নারী-শিশুসহ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। মোমবাতি প্রজ্বালনের সঙ্গে সঙ্গে মঞ্চে শিল্পীরা গেয়ে ওঠেন একুশের গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’

এরপর একে একে পরিবেশন করা হয় দেশাত্মবোধক গান ও গণসংগীত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রায় চার একর খেলার মাঠজুড়ে মোমবাতির শিখায় তৈরি করা হয় নানা আলপনা। বঙ্গবন্ধু ও ভাষাশহীদদের প্রতিকৃতি, বর্ণমালা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, শাপলা ফুল, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং গ্রামবাংলার নানা কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরা হয় মোমবাতির শিখায়।

এ সময় কলেজের মাঠে এক অপরূপ দৃশ্য তৈরি হয়। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। নান্দনিক এই আয়োজনের কারিগর একুশের আলো পর্ষদ।

১৯৯৮ সাল থেকে কুড়িরডোব মাঠে মোমবাতি জ্বালিয়ে এমন কর্মসূচি পালন করা হচ্ছে জানিয়ে পর্ষদের সাধারণ সম্পাদক কচি খন্দকার বলেন, শুরুতে ছোট পরিসরে আয়োজন করা হতো। গত কয়েক বছর বড় পরিসরে এই আয়োজন হয়ে আসছে। প্রতিটি মাতৃভাষা ও সংস্কৃতি আগ্রাসনমুক্ত থাকুক, আলোকিত থাকুক, এর প্রতীকী হিসেবে আমাদের এই কর্মসূচি।

লাখো মোমবাতি প্রজ্বালনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, একুশের আলো পর্ষদের সাধারণ সম্পাদক কচি খন্দকার ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি ও একুশের আলো পর্ষদের কোষাধ্যক্ষ শামীমূল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে কুড়িরডোব মাঠে মোমবাতি জ্বালিয়ে এমন কর্মসূচি পালন করা হচ্ছে। প্রথম বছর জ্বালানো হয়েছিল ১০ হাজার মোমবাতি। এবার প্রজ্বালন করা হয়েছে প্রায় এক লাখ মোমবাতি।

তিনি আরও বলেন, এবারের কর্মসূচি সফল করতে এক মাস ধরে সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিকরা নানাভাবে কাজ করছেন। বুধবার সারা দিনে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী মোমবাতি সাজিয়েছেন। এই মোমবাতির আলো পৃথিবীর সমস্ত ভাষা ও সংস্কৃতিকে আলোকিত করবে।

মোমবাতি প্রজ্বালন দেখতে আসা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খান জানায়, লাখো মোমবাতি একসঙ্গে জ্বালিয়ে মাতৃভাষা দিবস পালন ও ভাষাশহীদদের স্মরণ করতে দেখে খুব ভালো লেগেছে।

কয়েকজন নারী জানিয়েছেন, মূলত ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা এবং সন্তানদের মাতৃভাষা সম্পর্কে ধারণা দিতে এখানে নিয়ে এসেছি। বঙ্গবন্ধু, ভাষাশহীদদের প্রতিকৃতি, বর্ণমালা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, শাপলা ফুল দেখে কিছুটা হলেও ধারণা পেয়েছে সন্তানরা।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
তাসখন্দে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করবে ইউনেস্কো
গানে গানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা