সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অব্যাহত ছাত্র আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের প্রতি সম্মান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা নূর ইসলাম নাহিদ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে আন্দোলন চলাকালে ব্যাপক সংঘর্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।
তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বর্তমান সময়ে যে অবস্থা চলছে তাতে নিজেকে ধিক্কার দিয়েছেন যশোর এম এম কলেজের সাবেক সভাপতি নূর ইসলাম নাহিদ।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ। আবু সাঈদ ভাই তোমাকে সালাম জানাই। তোমার জন্য আজ থেকে নিজেকে গুটিয়ে নিলাম।’
ফেসবুকের এই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে নূর ইসলাম নাহিদ বলেন, ‘২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আমি যশোর এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। কোটা সংস্কারের চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা তাতে আমি খুব দুঃখ পেয়েছি। কেননা একসময় আমি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কোটা পদ্ধতির সংস্কার আন্দোলনের সংগঠক আবু সাঈদের করুণ মৃত্যু আমাকে ব্যথিত করেছে। সে কারণে আমি এই অবস্থা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।’