X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

চায়ের দোকান থেকে ধরে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪

যশোরের অভয়নগর উপজেলায় আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে দুর্বৃত্তরা চায়ের দোকান থেকে ধরে নিয়ে যায় নওয়াপাড়া বুড়িরঘাট এলাকায় আয়কর অফিসের পেছনে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। রাত সোয়া ১০টার দিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিয়াউদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইব্রাহীম হোসেন সরদারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকার লোকজন রইচ উদ্দিন শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে ধরে মারপিট করেছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রইচ উদ্দিন একই এলাকার সিদ্দিক সরদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া গ্রামের তেঁতুলতলা মসজিদের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় ১০ থেকে ১২ জন চায়ের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর নওয়াপাড়া বুড়িরঘাট এলাকায় আয়কর অফিসের পেছনে ভৈরব নদের তীরে বালুর ওপর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে ফেলে রেখে যায়। এলাকার লোকজন খুঁজে পেয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন বিশ্বাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে জিয়াউদ্দিন পলাশের মৃত্যু হয়েছে। তার দুই পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া দুই হাতের কবজিতে অস্ত্রের ও পিঠে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন রইচ উদ্দিন শিকদারকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে কয়েক দফা ফোন দিলেও অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম রিসিভ করেননি। তবে, তিনি স্থানীয় একজন সাংবাদিককে জানিয়েছেন, জিয়াউদ্দিন পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ওসি বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

/এমএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোদে ত্বকের ক্ষতি হবে না এই ৫ প্যাক ব্যবহার করলে
রোদে ত্বকের ক্ষতি হবে না এই ৫ প্যাক ব্যবহার করলে
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে: প্রেস সচিব
জামায়াত-শিবিরকে পাকিস্তানপন্থি বলায় রাশেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
জামায়াত-শিবিরকে পাকিস্তানপন্থি বলায় রাশেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ করায় বিএনপি নেতাকে শোকজ
আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ করায় বিএনপি নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে