X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মোংলা বন্দরে নিলামে তোলা ২৭ গাড়ির বিক্রয়াদেশ জারি

মোংলা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৬

মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টমস হাউস। এ ছাড়া নিলামে তোলার পর সংশ্লিষ্ট আমদানিকারকরা বাকি ৪৫টি গাড়ি আদালতের রায়ে খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করে সংস্থাটি।

এদিকে, বিক্রয়াদেশ জারি হওয়া সর্বোচ্চ দাম উঠেছে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়ি। এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যে গাড়িটি নিলামে পায় চট্রগ্রামের ডিএমস লজিস্টিক নামে একটি কোম্পানি। মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান রবিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মোংলা বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, হাইয়েচ, প্রাডো ল্যান্ড ক্রুজার, বেসেল, হারিয়ার ও জাম্প ট্রাকসহ ৭২টি নিলামে তোলা হয় গত ২০ জানুয়ারি। এ সব গাড়ি সংশ্লিষ্ট আমদানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে এই বন্দর থেকে খালাস করেনি। নিলামে তোলার পর ৭২টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ির সর্বোচ্চ মূল্যে দরপত্র পড়েছে। এর মধ্যে “এস ইউ ভি প্রাডো” মডেলের গাড়িটির মূল্য ওঠে এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা। নিলামে যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা।’

এ ছাড়া আরও ২৬টি গাড়িও সর্বোচ্চ মূল্য পাওয়ায় সে সব গাড়ির জন্যও বিক্রয়াদেশ জারি করে মোংলা কাস্টমস হাউস। এসব গাড়ির মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানাসহ জাম্প ট্রাক।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক কার্যালয় সূত্র জানায়, মোংলা বন্দরে আমদানি হওয়ার পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়। এর মধ্যে ৭২টি গাড়ি গত ২০ জানুয়ারি নিলামে তোলা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চীনের সঙ্গে মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ প্রকল্পের কমার্শিয়াল অ্যাগ্রিমেন্ট সই
সর্বশেষ খবর
ডিবি পরিচয়ে ডাকাতি: ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ৪
ডিবি পরিচয়ে ডাকাতি: ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ৪
নবজাতকের কানে আজান দিতে হয় কেন ও কীভাবে
নবজাতকের কানে আজান দিতে হয় কেন ও কীভাবে
কালচে হাঁটু ও কনুইয়ের সমস্যায় কী করবেন?
কালচে হাঁটু ও কনুইয়ের সমস্যায় কী করবেন?
ভারতে স্কুল মিলে মরা সাপ, অসুস্থ শতাধিক
ভারতে স্কুল মিলে মরা সাপ, অসুস্থ শতাধিক
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ