X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা

নড়াইলের সাবেক মেয়র আঞ্জুমান ও যুবলীগের সম্পাদক খোকন কারাগারে

নড়াইল প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ১৭:১৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৭:১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে দুজন জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক শারমিন নিগার তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

আঞ্জুমান আরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খোকন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এর আগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন তারা। তখন আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মিছিলটি চিত্রা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। সেইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্র-জনতাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

একই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াহিদুজ্জামান ১৯ সেপ্টেম্বর সদর আমলি আদালতে আরেকটি মামলা করেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৫ সেপ্টেম্বর সদর থানায় এটি এজাহার হিসেবে গণ্য হয়। এই মামলায় জামিন পেতে আদালতে হাজির হয়েছিলেন আঞ্জুমান আরা ও খোকন কুমার সাহা।

/এএম/
সম্পর্কিত
টোল প্লাজায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
বিচারক, চিকিৎসক ও সিআইডির নামে প্রতারণার অভিযোগে তিন ভাই গ্রেফতার
রাস্তায় হামলার শিকার, পেটে-হাতে সেলাই নিয়ে পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার ঘটনায় দুই তরুণী আটক
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার ঘটনায় দুই তরুণী আটক
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প
ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা