X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মদপানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯ জন

সাতক্ষীরা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৫, ২০:০৭আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২০:০৭

সাতক্ষীরার আশাশুনিতে মদপান করে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একজন এবং বুধবার ভোরে আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া অসুস্থ হয়েছেন আরও নয় জন। এর মধ্যে পাঁচ জনকে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চার জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ঈদের দিন সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়তে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মৃতরা হলেন- আশাশুনি উপজেলার শাহানগর গ্রামের ব্যবসায়ী জাকির হোসেন টিটু (৪০) ও তেঁতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫)। জাকির হোসেন কাদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেঁতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ নয় জন। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফারুককে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় তেঁতুলিয়া শশ্মানঘাট মাঠে বসে জাকির হোসেন ও নাজমুলসহ ১১ জন মদপান করেন। তারা নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে জাকিরের ও বুধবার ভোরে নাজমুলের মৃত্যু হয়। 

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু বলেন, ‘জাকির হোসেন টিটু ও নাজমুল হোসেন বিষাক্ত জাতীয় কোনও পানীয় খেয়ে মারা গেছেন।’

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান হোসেন বলেন, ‘বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। ময়নাতদন্তের জন্য জাকির হোসেনের মরদেহ বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর নাজমুলের মরদেহও মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

/এএম/
সম্পর্কিত
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
চট্টগ্রামে খাল-নালার ৫৬৩ স্থান ঝুঁকিপূর্ণ, দেওয়া হচ্ছে বাঁশের বেড়া
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বশেষ খবর
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
আনচেলত্তির জন্য রিয়ালের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল
আনচেলত্তির জন্য রিয়ালের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল
গণহত্যার বিচার ও আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ
গণহত্যার বিচার ও আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ