গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) বিকাল ৩টায় রাজধানীতে গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর শাখা এ আয়োজন করবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেবেন।
আওয়ামী লীগের বিচারের দাবিতে গত ১ এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় ঢাকাবসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।