X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ৪৫ লাখ টাকা

যশোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৬

যশোর সদর উপজেলার ঢাকা রোড শেখহাটি বাঁশতলা এলাকায় মেসার্স বনরূপা ফার্নিচার নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ৪৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্নিচার দোকানের মালিক শফিকুল ইসলাম। অবশ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বলছেন, আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ ১০-১১ লাখ টাকার মতো।

ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরেকটি ইউনিট সেখানে যায় এবং ফায়ার সার্ভিসের অনুরোধে সেনানিবাস ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সবমিলিয়ে পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে পাশের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে দোকানের বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল, কাঠ কাটা ও ফিনিশিংয়ের চারটি মেশিন পুড়ে যায়।

ফার্নিচার দোকানের মালিক যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, দোকানে সেগুন, মেহগনি, কাঁঠালসহ বিভিন্ন দামি কাঠের লগ, কাঠের আসবাবপত্র ও সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত আধুনিক মেশিন ছিল চারটি। আগুনে আমার প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ১০-১১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
কলকাতায় অগ্নিকাণ্ড: ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিলেন মোদি
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই তিন দোকান, ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি দাবি
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি