X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মেহেরপুরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর, আহত ১০

মেহেরপুর প্রতিনিধি
১৭ মে ২০২৫, ২৩:৪৩আপডেট : ১৭ মে ২০২৫, ২৩:৪৩

মেহেরপুরে ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় দোকানঘরের চাল ও গাছপালা ভেঙে পড়ে ১০ জন আহত হয়েছেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। 

শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত চলে এই ঝড়। এ সময় অনেক ঘরের চাল উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালার। 

পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সন্ধ্যার দিকে আকাশ মেঘে ঢেকে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। ৩০ মিনিটজুড়ে চলে ঝড়। এ সময় বজ্রাঘাত ও বৃষ্টিপাত হয়। ঝড়ে পৌর এলাকার গাছপালা, টিনের বসতঘর, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা লন্ডভন্ড হয়ে যায়। আম ও লিচুর কয়েকটি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। টিন ও মাটির বেশিরভাগ ঘরবাড়ি ভেঙে পড়ে। অনেকের টিনের চাল উড়ে যায়। শহরের বিভিন্ন সড়কে গাছ উপড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো শহর। 

শহরের ওয়াপদা মোড়ের চায়ের দোকানি শফি উল্লাহ বলেন, সন্ধ্যায় হঠাৎ করে শুরু হওয়া ঝড়ে আমার দোকানের টিনের চাল উড়ে যায়। এমন ঝড় গত ১০ বছরেও দেখিনি। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। অনেক গালপালা সড়কের ওপর ভেঙে পড়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝড়ের সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের একটি দোকানে কিছু মানুষ আশ্রয় নেয়। ঝড়ে দোকানটি ভেঙে পড়লে সেখানে থাকা ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

ঝড়ের তাণ্ডবে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন বাগান মালিক। জেলা সদরের আম ব্যবসায়ী হাসান মন্ডল বলেন, ‘ঝড়ে আমার তিনটি আম বাগানের তিন ভাগ আম ঝরে গেছে। এতে বাগান কেনার টাকা তুলতে পারবো কিনা দুশ্চিন্তায় পড়েছি। এমন ঝড় আগে কখনও দেখিনি।’ 

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মেহেরপুরে সন্ধ্যায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
উজানে ভারী বৃষ্টিতে বাড়তে পারে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন, তীব্র যানজট
সর্বশেষ খবর
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত