X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা কলেজে যোগদান করতে না দেওয়ার ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ মে ২০২৫, ১৯:৫৯আপডেট : ২৭ মে ২০২৫, ১৯:৫৯

নরসিংদী সরকারি কলেজ থেকে বদলি করা সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কলেজের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে কলেজের উপাধ্যক্ষের সঙ্গে দেখা করে এমন ঘোষণা দেন তারা। এ সময় অধ্যক্ষকে না পেয়ে উপাধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান স্মারকলিপি দিতে। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ওই শিক্ষার্থীরা। 

স্মারকলিপিতে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা, ভবিষ্যতে সাতক্ষীরায় ইসলামবিদ্বেষী কাউকে বদলি বা নিয়োগ না দেওয়া।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মো. বখতিয়ার হোসেন, রবিউল ইসলাম, ফাহমিদ আলম, ঝুমা মারিয়াম ও আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে বখতিয়ার হোসেন বলেন, ‘শিক্ষক নাদিরা ইসলামবিদ্বেষী। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ইসলাম ধর্মের অবমাননা করেছেন। এসব কারণে তাকে সাতক্ষীরা কলেজে যোগদানে বিরোধিতা করছি আমরা। উত্তরাধিকার আইন নিয়ে তিনি ইসলামবিরোধী বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তাই সাতক্ষীরা কলেজে তিনি যোগদান করলে সব শিক্ষার্থীকে নিয়ে বড় ধরনের আন্দোলন গড়ে তুলবো আমরা।’ 

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাসিম বিল্লাহ বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী এসে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। অধ্যক্ষ হজ পালনের জন্য দেশের বাইরে অবস্থান করা আমি স্মারকলিপি গ্রহণ করেছি। আগামী ২ জুন নরসিংদী সরকারি কলেজে শিক্ষক নাদিরা ইয়াসমিনের শেষ কার্যদিবস। পরবর্তীতে তার সাতক্ষীরা সরকারি কলেজে যোগদানের কথা। তবে সাতক্ষীরায় না এসে নাদিরা ইয়াসমিন ঢাকায় ডিজি মহোদয়ের কার্যালয়ে যোগদান করবেন, বিধায় আমাদের কিছু করার নেই। বিষয়টি স্মারকলিপি দিতে আসা শিক্ষার্থীদের বুঝিয়ে বলেছি।’

অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ওই শিক্ষার্থীরা

এর আগে গতকাল সোমবার নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়। গত রবিবার হেফাজতে ইসলামের ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়ার পরদিন তাকে বদলি করা হয়। 

নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তার একটি সংগঠন রয়েছে। এ ছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামে একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণ ও শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম। একাধিক প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দেয় তারা।  

নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সদস্যরা রবিবার বেলা ১১টায় শহরের শিক্ষা চত্বরে প্রতিবাদ সভা করেন। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি দেন। এ সময় তারা শিক্ষক নাদিরা ইয়াসমিনকে ৪৮ ঘণ্টার মধ্যে বদলির আলটিমেটাম দেন। এতে প্রশাসন ব্যর্থ হলে জেলায় যেকোনো অঘটনের জন্য প্রশাসন দায়ী থাকবে বলে উল্লেখ করেন তারা। আলটিমেটামের পরদিন সোমবার নাদিরা ইয়াসমিনকে বদলি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

/এএম/
সম্পর্কিত
সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত
তিন দাবিতে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানববন্ধন
জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন
সর্বশেষ খবর
আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
বাজেট ২০২৫-২৬আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭টি গরু লুট
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭টি গরু লুট
সর্বাধিক পঠিত
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
সাবেক মন্ত্রী হীরাকে বাসায় পৌঁছে দিলো পুলিশ
সাবেক মন্ত্রী হীরাকে বাসায় পৌঁছে দিলো পুলিশ