X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ২১:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ২১:৩৪

নান্দাইলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ৩ ময়মনসিংহের নান্দাইলে পুলিশের ওপর হামলা করে সাহাবুদ্দিন নামে এক মাদক মামলার আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নান্দাইল পৌর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। 

আহতরা হলেন,এসআই আলীমুজ্জামান,কনস্টেবল মনজুরুল ইসলাম,সুজন মিয়া ও রুহুল আমিন।তাদের স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।   

গ্রেফতারকৃতরা হলেন, সাহাবুদ্দিনের বাবা আবু বকর ছিদ্দিক, তার স্ত্রী রহিমা খাতুন ও সাহাবুদ্দিনের ব্যবসায়ীক সহযোগী আবু ইউসুফ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকালে এসআই  আলীমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার চারিআনি পাড়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার আসামি সাহাবুদ্দিনকে গ্রেফতার করার জন্য ঘটনাস্থলে পৌছে। এ সময় সাহাবুদ্দিনকে গ্রেফতার করা হলে তার পরিবারসহ আশপাশের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে আসামি সাহাবুদ্দিন পুলিশের হাতে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় পুলিশের ওই চার কর্মকর্তা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান,আসামি সাহাবুদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় পুলিশ ২০ জনের নামে এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বলেও জানিয়েছেন ওসি আতাউর রহমান।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?